ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিপিপি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৩, ১৬ মার্চ ২০২০

স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিপিপি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে ॥ এলজিআরডিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন নগর এলাকায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইফেকটিভ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ইন হেল্থ সেক্টর অব বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘ইউরোপীয়ান ইউনিয়ন সাপোর্ট টু হেল্্থ এ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর অব বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সরকারের একার পক্ষে এ দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ। বাংলাদেশের স্বাস্থ্যখাতে এ চ্যালেঞ্জ মোকাবেলায় শীঘ্রই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে। গ্রামে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। সিটি কর্পোরেশন ও পৌর এলাকাগুলোতেও যাতে সাধারণ মানুষ প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা নিতে পারে সে লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
×