ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার বিকল্প ব্যবস্থায় বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত

প্রকাশিত: ১০:৪৯, ১৬ মার্চ ২০২০

  এবার বিকল্প ব্যবস্থায় বাংলা নববর্ষ  উদযাপনের  সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস এবার প্রভাব ফেলতে পারে নববর্ষ উদ্্যাপনে। এ অবস্থায় করোনা পরিস্থিতির উন্নতি না হলে বিকল্প ব্যবস্থায় পহেলা বৈশাখ উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে পহেলা বৈশাখ জাতীয়ভাবে উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। কে এম খালিদ বলেন, সরকারের সিদ্ধান্ত রয়েছে জনসমাগমের কোন আয়োজন না করার। সেজন্য আমরা পহেলা বৈশাখ উদযাপনের বিষয়টি নিয়ে আরও অপেক্ষা করতে চাই। সমাবেশ করতে না পারলে বিকল্প ব্যবস্থায় পহেলা বৈশাখ উদযাপন করা হবে। যদিও বৈশাখ উদযাপনের জন্য আমাদের প্রস্তুতি নেয়া রয়েছে। তবে করোনার গতি-প্রকৃতির ওপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের শুরু থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে কিভাবে পহেলা বৈশাখ উদ্্যাপন করা যায়, সেটি নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে বৈঠক মুলতবি ঘোষণা করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রয়োজনে আরও ১০দিন পর একটি বৈঠক এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক করে পহেলা বৈশাখ উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এর মধ্যে আমরা করোনাভাইরাসের গতি-প্রকৃতির ওপর নজর রাখব। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনাম ভূঁইয়া প্রমুখ।
×