ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার প্রভাবে বেকায়দায় ভারত

প্রকাশিত: ১০:২২, ১৬ মার্চ ২০২০

 করোনার প্রভাবে বেকায়দায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের মধ্যপথে ভারত ছেড়ে দেশে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা। অন্তত ১৫ দিন পিছিয়ে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। যেটি এ মাসের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি যা তাতে ১৫ কিংবা ২০ এপ্রিলের মধ্যে আইপিএল শুরু করা যাবে কি না সেটি নিয়েও সংশয় রয়েছে। অনুষ্ঠিত হলেও সময়ের স্বল্পতায় টুর্নামেন্টের আকার অনেকটাই ছোট হয়ে যাবে। এপ্রিলের ১৫, ২১, ২৫, ১ মে এবং ৫ মেÑ এই পাঁচদিনের মধ্যে যে কোন একটা দিনে আইপিএল শরু হতে পারে। তবে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে। টুর্নামেন্ট যেহেতু দেরিতে শুরু হচ্ছে তাই ম্যাচের সংখ্যা কমানো হতে পারে। এখনও পর্যন্ত দর্শকহীন গ্যালারিতে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আলোচনা হয়েছে এসব নিয়ে। এমনকি বিশ্বকাপের ফরমেটে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুটি গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট হতে পারে। পয়েন্টের বিচারে প্রতিটি গ্রুপের সেরা দুটো দল নিয়ে সেমিফাইনাল হবে। জয়ী দুটি দল খেলবে ফাইনালে। ক্রিকেট বোর্ড ঘরোয়া সব ম্যাচ স্থগিত করে দিয়েছে। আইপিএলের কেন্দ্রের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক এবং দিল্লীতে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। যদিও বা আইপিএল করা সম্ভব হয়, এই তিন রাজ্যে ম্যাচ করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তাই বিকল্প কেন্দ্র ভেবে রাখা হচ্ছে। একই দিনে দু’টি ম্যাচ (যাকে বলা হয় ডাবল হেডার) বেশি করে দিয়ে ঘাটতি মেটানোর ভাবনাও রয়েছে সৌরভদের। তবে সবার আগে সবুজ সঙ্কেত পেতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে, করোনাভাইরাস নিয়ে উদ্বেগ কেটেছে এবং স্বাভাবিক জীবনে ফেরা যেতে পারে। সেই সবুজ সঙ্কেত আগামী এক মাসের মধ্যে এসে যাবে এমন নিশ্চয়তা এই মুহূর্তে কেউ দিতে পারছেন না। তাই আইপিএলের ভবিষ্যত আপাতত মেঘাচ্ছন্নই। পরশু আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে নিয়ে জরুরী বোর্ড সভার পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেন, ‘যদি আইপিএল ২০২০ হয়, তবে নিশ্চিতই এটা কাচছাঁট করে করতে হবে। যদি ১৫ এপ্রিল শুরু হয়, ১৫ দিন হাত থেকে চলে যাবে। তাই কাটছাঁট করতে হবে। কতটা কাটছাঁট হবে, কতগুলো ম্যাচ হবে তা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতিনিয়ত সব কিছু খতিয়ে দেখা হবে। সারা পৃথিবী এবং আমাদের দেশে যা হচ্ছে তার কথা মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নিরাপত্তা এবং সুস্থতা সবার আগে। আমরা সরকারের নির্দেশিকা মেনে চলব।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই চাই আইপিএল হোক। কিন্তু সবার আগে সুস্থতা এবং নিরাপত্তার বিষয়টি দেখতেই হবে।’
×