ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজেও বন্ধ ক্রিকেট

প্রকাশিত: ১০:২২, ১৬ মার্চ ২০২০

 উইন্ডিজেও বন্ধ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে ভারতের পর সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে ওয়েস্ট ইন্ডিজেও। দেশটির ক্রিকেট বোর্ডের মিডিয়া এ্যাডভাইজারি কমিটির (এমএসি) পরামর্শে আজ থেকে অন্তত ৩০ দিনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিত হওয়া টুর্নামেন্ট ও ম্যাচগুলো হলো- ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ড, নারী সুপার ৫০ ওভার কাপ, আঞ্চলিক অনুর্ধ-১৫ বালক চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। একইসঙ্গে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুটি গুরুত্বপূর্ণ সভা। ‘খেলোয়াড়, অফিসিয়ালস এবং স্টাফদের স্বাস্থ্য এবং নিরাপত্তা ক্রিকেট বোর্ডের কাছে সবকিছুর উর্ধে। আমরা বোর্ড পরিচালকদের পরামর্শ দিয়েছি, তারা যেন ক্রমবর্ধমান করোনাভাইরাসের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেয়’ বলেন উইন্ডিজ বোর্ডের এক কর্মকর্তা। মিডিয়া এ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ডাক্তার ডোনোভান বেনেট বলেন, ‘আমরা চিকিৎসাগতভাবে সেরাটা দিয়েই চিন্তা করছি। একইসঙ্গে পরিস্থিতি মোতাবেক সচেতনতাও মাথায় রাখতে হচ্ছে।
×