ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোহেল তানভিরের সাড়ে তিন শ’

প্রকাশিত: ১০:২১, ১৬ মার্চ ২০২০

 সোহেল তানভিরের সাড়ে তিন শ’

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর জাতীয় দলের বাইরে থাকা পেসার সোহেল তানভির ক্লাব টি২০তে এখনও অপরিহার্য। চলতি পাকিস্তান সুপার ীলগে (পিএসএল) দারুণ এক মাইলফলকে নাম লিখিয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি পেসার। প্রথম পাকিস্তান এবং ইতিহাসের মাত্র ষষ্ঠ বোলার হিসেবে ক্লাব টি২০ ক্রিকেটে নিয়েছেন সাড়ে তিন শ’ উইকেট। পেশোয়ার জালমির বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পাওয়া ম্যাচে মুলতান সুলতানসের হয়ে ৩ উইকেট শিকারের পথে এই কীর্তি গড়েন তিনি। ৩৩৬ ম্যাচ খেলে (৩২৯ ইনিংস) ৩৫১ উইকেট শিকার করেছেন তানভির। এ নিয়ে পিএসএলে এবার ৮ ম্যাচে মাঠে নেমে নিয়েছেন ১০ উইকেট। আর ৪টি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব ৩০৮ ম্যাচে (৩০২ ইনিংস) শিকার করেন ৩৫৪ উইকেট। বর্তমানে তিনি আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। চলতি বছরের অক্টোবরে শেষ হবে তার নিষেধাজ্ঞা। ৩৫ বছর বয়সী সোহেল তানভির ৩৫১ উইকেট নিয়ে ক্লাব টি২০ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। ৩৫৪ উইকেট নিয়ে সাকিব রয়েছেন পঞ্চম স্থানে। ৪৫৫ ম্যাচে ৪৯৭ উইকেট নিয়ে টি২০তে সর্বোচ্চ উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ২৯৫ ম্যাচে ৩৯০ শিকারে দ্বিতীয় স্থানে লঙ্গার গ্রেট লাসিথ মালিঙ্গা। ৩৩৬ ম্যাচে ৩৭৯ উইকেট নিয়ে তার পেছনে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন। ২৯০ ম্যাচে দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহিরের ঝুলিতে আছে ৩৬৫ উইকেট। আর পাকিস্তানীদের মধ্যে তার পেছনে শহীদ আফ্রিদি। সাবেক অধিনায়ক ৩১৭ ম্যাচে নিয়েছেন ৩৩৯ উইকেট।
×