ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অলিম্পিক পেছানোর পরামর্শ ট্রাম্পের

জাপানের প্রধানমন্ত্রী বলছেন টোকিও অলিম্পিক নির্ধারিত সময়েই

প্রকাশিত: ১০:১৭, ১৬ মার্চ ২০২০

  জাপানের প্রধানমন্ত্রী বলছেন টোকিও অলিম্পিক নির্ধারিত সময়েই

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। সামনেই টোকিও অলিম্পিক। করোনা আতঙ্কে এই ইভেন্টটিও হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। তবে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গেমস শুরু হতে এখনও হাতে রয়েছে প্রায় ৪ মাস সময়। আর এ কারণে গেমস জুলাইয়ে যথাসময়ে শুরু হবে বলে আশা করছেন আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির। চীনের মতো জাপানে সংক্রমণের অবস্থাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। করোনায় আক্রান্ত হয়েছে দেশটির প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ। মারা গেছে এ পর্যন্ত ২৮ জন। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী আবে হাল ছেড়ে দিচ্ছেন না মোটেও, ‘আমরা সংক্রমণের বিস্তার কাটিয়ে উঠতে পারব। একই সঙ্গে কোন সমস্যা ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অলিম্পিক আয়োজন করতে পারব বলে মনে করি।’ অবশ্য এই করোনা আতঙ্কের প্রভাব যে অলিম্পিকে পড়েনি তা বলা যাবে না। ঝুঁকি এড়াতে গ্রিসের অলিম্পিয়ায় দর্শক ছাড়া হয়েছে মশাল প্রজ্বালন। অবশ্য গ্রিসের বাকি অংশের মশাল রিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। দর্শক ভিড়ের আশঙ্কায় বাতিল করা হয়েছে সেটিও। জাপানে মশাল রিলে শুরু হওয়ার কথা ২৬ মার্চ। আয়োজক দেশটি অবশ্য সংক্রমণ ঝুঁকি এড়ানোর কৌশল মাথায় নিয়েই রিলের আনুষ্ঠানিকতা সারতে চাচ্ছে। এদিকে মরণ ভাইরাস করোনা সংক্রমণে কাবু আন্তর্জাতিক ক্রীড়া মহল। যার প্রকোপ দেখে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি গুরুতর বুঝলে ফাঁকা স্টেডিয়ামে অলিম্পিক আয়োজন করার চেয়ে তা এক বছর পিছিয়ে দেয়াই হবে সঠিক সিদ্ধান্ত। বৃহস্পতিবার গ্রিসের অলিম্পিয়া থেকে শুরু হয়েছে অলিম্পিকের মশাল দৌড়। করোনা সংক্রমণ রুখতে সেখানে দর্শক সমাবেশ বাতিল করা হয়। তিনদিন আগে ইন্টার মিলানকে দর্শকহীন স্টেডিয়ামে জুভেন্টাস ২-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে দলের সঙ্গে ছবি তুলে তা টুইট করেন রুগানি। যে ছবিতে রয়েছেন রোনাল্ডোও। তার পরেই আশঙ্কা বেড়েছে এই তারকা ফুটবলারসহ জুভেন্টাসের বাকি খেলোয়াড়দের। রুগানি সম্পর্কে এদিন বিবৃতি দিয়ে জুভেন্টাস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২৫ বছরের এই ডিফেন্ডারের শরীরে রোগলক্ষণ এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য-সতর্কতা মেনে রুগানি ও তার সংস্পর্শে আশা ব্যক্তিদের আলাদা করে রাখার পদ্ধতি শুরু হয়েছে। বাতিল কোপা ডেল’রে ফাইনাল দর্শকহীন স্টেডিয়ামে খেলা হবে না। এই দাবিতে বাতিল হলো ১৮ এপ্রিলের কোপা ডেল’রে ফাইনালও। যেখানে মুখোমুখি হবে এ্যাথলেটিক বিলবাও বনাম রিয়াল সোসিয়েদাদ। কবে হবে এই ফাইনাল তা জানানো হয়নি। করোনা নিয়ে উয়েফার সভা ॥ মঙ্গলবার তুরিনে চ্যাম্পিয়ন্স লীগের প্রিকোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ ছিল জুভেন্টাসের। সেই ম্যাচ বাতিল করেছে উয়েফা। একইদিনে ছিল ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচও। সেই ম্যাচও বাতিল হয়েছে। জরুরীকালীন পরিস্থিতিতে আগামী আসছে মঙ্গলবার উয়েফা তাদের সদস্য ৫৫ দেশের প্রতিনিধিদের নিয়ে জরুরী বৈঠক করতে চলেছে। খেলা বন্ধ এনবিএ’তেও ॥ মার্কিন মুলুকে বাস্কেটবল প্রতিযোগিতা এনবিএ’র ম্যাচও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ এই লীগের দল ইউটা জ্যাজর এক খেলোয়াড় করোনাভাইরাসে সংক্রমিত। তার পরেই এনবিএ কর্মকর্তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে মহামারীতে পরিণত হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সব ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত খেলা স্থগিত থাকবে। বাতিল প্রতিযোগিতা ॥ ইউরোপের চার দেশ বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া, গত বছরের ইউরোকাপ চ্যাম্পিয়ন পর্তুগাল, বেলজিয়াম ও সুইজারল্যান্ডকে নিয়ে এবারের ইউরো কাপের আগে একটি প্রস্তুতি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন আয়োজকরা। ২৬-৩০ মার্চ সে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাতারে। কিন্তু সেখানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই প্রস্তুতি প্রতিযোগিতা বাতিল হয়েছে।
×