ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সমালোচনার মুখে সালাহ

প্রকাশিত: ১০:১৭, ১৬ মার্চ ২০২০

  সমালোচনার মুখে সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ সময় খুব একটা ভাল যাচ্ছে না মোহাম্মদ সালাহর। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড চলতি মৌসুমে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত থাকলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে লিভারপুলের। আসরের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায়ের অন্যতম কারণ সালাহ’র নিষ্প্রভতা। ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের শিরোপা প্রায় নিশ্চিত হলেও হাতছাড়া হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লীগের মুকুট। এ জন্য সালাহর ওপর চটেছেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার স্টিভ নিকোল। হতাশ নিকোল সালাহকে প্রিমিয়ার লীগের সবচেয়ে হতাশ ফুটবলার হিসেবে অভিহিত করেছেন। এবারের মৌসুমে সালাহ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত করতে পেরেছেন মাত্র ১৬ গোল। মাঠের লড়াইয়ে আগের সেই সালাহকে খুঁজে পাচ্ছেন না স্টিভ। তিনি বলেন, সালাহর চলতি মৌসুমের পারফর্মেন্স হতাশাজনক। মাঠে তাকে যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সে হতাশাগ্রস্ত। এ বছর এমন সমালোচনা বারবারই শুনতে হচ্ছে ২৭ বছর বয়সী সালাহকে। মৌসুমের শুরুতে তিনি ছিলেন আরও অনুজ্জ্বল। তখন এগারো ম্যাচে মাত্র একবার বল জালে জড়িয়েছেন তিনি। সালাহর নামের পাশে পরিসংখ্যানটা বড্ড বেমানান। এ জন্য সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। গত মৌসুমে সালাহ করেছিলেন রেকর্ড ৫২ গোল। লিভারপুলও জিতেছিল চ্যাম্পিয়ন্স লীগ। কিন্তু এবার কেমন যেন ম্রিয়মাণ লাগছে তাকে। তবে অব্যাহত সমালোচনায় হতাশ সালাহ। গত মাসে তিনি বলেছিলেন, হয়তো আমি কিছু ম্যাচে গোল পাইনি। কিন্তু এ রকম তো আরও অনেক ফুটবলার আছে যারা আমার সমানই গোল করেছে। সবাই বলছে যে, তাদের নাকি ক্যারিয়ারের সেরা মৌসুম যাচ্ছে। অথচ আমার ক্ষেত্রে উল্টোটাই বলছে তারা। সব সমালোচনা আমাকেই শুনতে হচ্ছে, আমারই নাকি খারাপ সময় যাচ্ছে। সমালোচনা নিয়ে চটলেও ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবছেন না সালাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, গোল পেলাম কি পেলাম না, সেটা নিয়ে ভাবি না। ম্যাচ জেতাই আসল লক্ষ্য। আমরা সবাই প্রিমিয়ার লীগ শিরোপা চাই, এটার জন্য ম্যাচ জেতা জরুরী। খুব ভাল যে খেলতে হবে তাও না, শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। বর্তমানে করোনাভাইরাসের কারণে ইংলিশ প্রিমিয়ার লীগ স্থগিত আছে। তবে আর খেলা না গড়ালে শীর্ষে থাকা সালাহার ক্লাব লিভারপুলই চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে দীর্ঘ ৩০ বছর পর ট্রফি জয়ের আনন্দে ভাসবে দ্য রেডসরা। চ্যাম্পিয়ন্স লীগের মুকুট হারিয়ে সালাহ, ফিরমিনোরা এখন সেই উৎসবের অপেক্ষাতেই আছেন।
×