ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্তদের সাহস যোগাচ্ছেন মেসি-রোনাল্ডো

প্রকাশিত: ১০:১৭, ১৬ মার্চ ২০২০

 করোনা আক্রান্তদের সাহস যোগাচ্ছেন মেসি-রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দিনকে দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। যে কারণে গোটা বিশ্ব এখন ভীত সন্ত্রস্ত। এর প্রভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রায় সব খেলাধুলাই স্থগিত হয়ে গেছে। এমন অবস্থায় করোনা আক্রান্তদের সাহস যোগাচ্ছেন সময়ের দুই সেরা ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। করোনাভাইরাসের কারণে বর্তমানে যে অবস্থা তাতে সবার আগে স্বাস্থ্যকে প্রাধান্য দেয়ার পরামর্শ দিয়েছেন বার্সিলোনা তারকা মেসি। আর জুভেন্টাসের ফুটবলার রোনাল্ডো মানবসেবার উদ্দেশ্যে তার হোটেলগুলোকে হাসপাতাল বানাতে চলেছেন। প্রাণঘাতী ভাইরাসের কারণে ইতোমধ্যে বিশ্বের প্রায় সব লীগের খেলা স্থগিত হয়ে গেছে। আগেই স্থগিত হয়েছে ইতালিয়ান সিরি’এ, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগ ও ডাচ লীগ। এই পথ ধরে স্থগিত হয়েছে জার্মান বুন্দেসলিগাও। শুধু তাই নয়, পিছিয়ে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। সবমিলিয়ে করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন এখন পুরোটাই স্থবির। খেলা স্থগিত হওয়ায় মেসি এখন পরিবারকে সময় দিচ্ছেন। অন্য সবার মতো তিনিও উদ্বিগ্ন মহামারী এ ভাইরাস নিয়ে। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে দুই ছেলে মাতেও মেসি ও সিরো মেসির সঙ্গে ছবি আপলোড করে মেসি লিখেছেন, সময়টা সবার জন্যই কঠিন। আশপাশে কি হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন সময় কাটাচ্ছি। অনেকেই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সবচেয়ে কঠিন অবস্থায় আছেন তাদের জায়গায় নিজেদের কল্পনা করে সবাইকে সাহায্য করতে চাই আমরা। কেউ হয়তো নিজেই আক্রান্ত; কারও হয়তো পরিবার বা বন্ধু আক্রান্ত। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, অনেকেই এই কঠিন সময়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন, হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা দিচ্ছেন। সৃষ্টিকর্তা তাদের সবাইকে আরও শক্তি দিন। স্বাস্থ্যই সবসময় প্রাধান্য পাওয়া উচিত। আগে জীবন পরে অন্যকিছু। বর্তমান ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, এটা একটা অন্যরকম সময় চলছে। আমাদের সবাইকে অবশ্যই স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। এটি করলেই আমরা বর্তমান পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারব। এখনই সময় এসেছে দায়িত্ববান হওয়ার। এই সময়টাতে নিজ বাড়িতেই থাকুন। এটা বরং আপনার জন্য দারুণ সুযোগ ভালবাসার মানুষদের সঙ্গে সময়টা উপভোগ করার, যে সুযোগটা সবসময় পাওয়া যায় না। সবার জন্য ভালবাসা, শুভ কামনা। আশাকরি দ্রুতই আমরা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারব। পরিস্থিতির কারণে রোনাল্ডোর পর নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকছেন মেসি। শুধু মেসি একা নন, পুরো বার্সিলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে আছে। বার্সিলোনায় মেসির বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল ও ইনডোর জিম আছে। অর্থাৎ আইসোলেশনে থাকা অবস্থায় মেসির প্রস্তুতি নিতে কোন অসুবিধা হবে না। এর আগে করোনাভাইরাস আতঙ্কে পর্তুগালে অবস্থিত নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সিআর সেভেন। পর্তুগালের মাদেইরায় আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত রোনাল্ডোর বিলাসবহুল বাড়িতেও অনুশীলনের সব ব্যবস্থা আছে। বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করলেও করোনা প্রতিরোধে মহতী উদ্যোগ নিয়েছেন রোনাল্ডো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে পর্তুগালে নিজের মালিকানাধীন হোটেলগুলোকে সাময়িকভাবে হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। পর্তুগালে অবস্থিত রোনাল্ডোর হোটেলগুলো ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের অন্তর্গত। এই হোটেলগুলোতেই আপাতত বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এমনকি চিকিৎসক ও স্টাফদের বেতনও নিজেই দেবেন তিনি। টুইট বার্তায় পঁচাবারের ফিফাসেরা ফুটবলার রোনাল্ডো লিখেছেন, বিশ্ব এখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যা আমাদের সবার কাছ থেকে বাড়তি গুরুত্ব আর মনোযোগ দাবি করে। আমি আপনাদের সঙ্গে একজন ফুটবলার হিসেবে কথা বলছি না বরং একজন সন্তান, একজন পিতা এবং একজন মানুষ হিসেবে কথা বলছি যে গোটা বিশ্বের আক্রান্ত হওয়ার এই ঘটনা নিয়ে শঙ্কিত। তিনি আরও বলেন, আমরা কিভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করব তা নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা জরুরী। ইতোমধ্যে বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। এর প্রভাবে জুভেন্টাস ও ইন্টার মিলানের (সর্বশেষ এই দলের বিরুদ্ধে খেলেছেন রুগানি) সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। এরপর করোনাভাইরাস পজিটিভ হয়েছেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কলাম হাডসন-ওডোই। এই ধারাবাহিকতায় এবার বুন্দেসলিগার প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেডারবর্নের ডিফেন্ডার লুকা কিলিয়ান।
×