ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়া থিয়েটারের সভা

প্রকাশিত: ০৮:০১, ১৬ মার্চ ২০২০

   বগুড়া থিয়েটারের সভা

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়া থিয়েটারের উপদেষ্টাজনদের এক মতবিনিময় সভা গত ১১ মার্চ বুধবার সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি একেএম বজলুর রশিদ রাজা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজ্জামেল হক লালু, চিকিৎসক নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, ডাঃ সামির হোসেন মিশু, বিআইআইটি অধ্যক্ষ সাহাবুদ্দীন সৈকত, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক মতিউর রহমান, ডাঃ মিল্লাত হোসেন, গোলাম সাকলায়েন বিটুল, এডোনেস বাবু তালুকদার, আতিকুর রহমান মিঠু, বগুড়া থিয়েটারের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, এড. পলাশ খন্দকার, ফারুক হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সভাটি সঞ্চালনা করেন অলক পাল। রাজনৈতিক ব্যক্তিত্ব রাগেবুল আহসান রিপু বলেন, বগুড়া থিয়েটার বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আগামীতেও বগুড়া থিয়েটার যাতে তার কর্মসূচী সফলভাবে পালন করতে পারে সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। মোজাম্মেল হক লালু বলেন, বগুড়া থিয়েটার শুধু দেশে নয় দেশের বাইরেও নাটক মঞ্চায়ন করে দেশে ও বগুড়ার সুনাম বয়ে আনছে এটি আমাদের সকলের গৌরব। মতবিনিময় সভা শেষে, নাট্যকার তৌফিক হাসান ময়নাকে সম্প্রতি শান্তিপুর, উড়ানের আয়োজনে দুই বাংলার নাট্যমেলায় বগুড়া থিয়েটার অংশগ্রহণ করে ‘ভাগিদার’ নাটক মঞ্চায়ন করায় উড়ান কর্তৃক প্রদত্ত শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়, উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং ভারত সফরে বগুড়া থিয়েটারের সুনাম অক্ষুণ্ণ রাখায় ‘ভাগিদার’ নাটকের কলাকুশলী ও লালন গানের দলের সদস্যদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
×