ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা উপেক্ষা করে পাকিস্তানে এজতেমায় আড়াই লাখের অংশগ্রহণ

প্রকাশিত: ০৭:৪০, ১৬ মার্চ ২০২০

 করোনা উপেক্ষা  করে পাকিস্তানে এজতেমায় আড়াই লাখের অংশগ্রহণ

করোনাভাইরাসের আতঙ্কে পাকিস্তানের লাহোরে লাখ লাখ লোকের অংশগ্রহণে এজতেমা সম্পন্ন হয়েছে। বুধবার এজতেমাটি শুরু হয়। লাহোরের কাছে এজতেমাটির আয়োজন করা হয়। কমপক্ষে ২ লাখ ৫০ হাজার মুসল্লির সমাগম ঘটে পাঁচ দিনের এই এজতেমায়। গত শুক্রবার আয়োজনকারীদের একজন এহসানুল্লাহ এএফপিকে বলেন, ‘বেশিরভাগ মুসল্লি বাড়ি ফেরত গেছে, কিন্তু এখন পর্যন্ত ১০ হাজারের মতো মুসল্লি উপস্থিত আছেন। ২১ কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ২০ জনের অবস্থা নিশ্চিত করা হয়েছে। সরকারীভাবে পাঁচ শ’জনকে পরীক্ষা করা হয়েছে। যদিও এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্যসেবায় অপর্যাপ্ত রয়েছে। অন্য দেশগুলো লোক সমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। যার মধ্যে ইতালি এবং ফ্রান্সে লোক সমাগমের বিষয়টি আইনত নিষিদ্ধ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার এক প্রদেশ থেকে অন্য প্রদেশ ভ্রমণ করার বিষয়ে কোন নিষেধাজ্ঞা জারি করেনি। এহসানুল্লাহ বলেন, ‘সরকার আমাদের এই এজতেমা বাতিলের কথা বলেছিল, কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আয়োজকরা বলেছিল এটি পূর্ব ঘোষণা অনুযায়ী আয়োজন করা হবে।’ সাধারণত তাঁবু টানিয়ে, ক্যাম্প করে লাহোরের কাছেই এটি আয়োজন করা হয়, যেখানে পাকিস্তানের সকল প্রদেশ থেকে লোক সমাগম ঘটে। -এএফপি
×