ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা আতঙ্কে হরিয়ানায় সমস্ত মিটিং-মিছিল বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৭:৩৯, ১৬ মার্চ ২০২০

 করোনা আতঙ্কে হরিয়ানায় সমস্ত মিটিং-মিছিল বন্ধের নির্দেশ

করোনা আতঙ্কে এবার কড়া পদক্ষেপ নিল ভারতের হরিয়ানা রাজ্য। স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ রাজ্যে সমস্ত মিছিল এবং ক্রীড়া ইভেন্টের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। যাতে কোনভাবে এই ভাইরাস কাউকে আক্রমণ করতে না পারে। এনডিটিভি। সাংবাদিকদের তিনি আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই যে কোন রকমের মিছিলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যে কোন রকমের ক্রীড়া ইভেন্টেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও রাজ্যজুড়ে ১০০ টি হেলথ ক্যাম্প গঠন করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বিনামূল্যে ওষুধ মানুষের মধ্যে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হরিয়ানা সরকার করোনাভাইরাস আক্রমণকে এপিডেমিক হিসেবে ঘোষণা করেছিল। সরকারী এবং বেসরকারী হাসপাতাল মিলিয়ে প্রায় ২৭০টি আইসোলেশন ওয়ার্ড এবং একাধিক ১২০৬টি বেডের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। এছাড়াও এই ভাইরাস প্রতিরোধে অন্যান্য রাজ্য যথেষ্ট সতর্ক ভূমিকা গ্রহণ করেছে। করোনাভাইরাস আতঙ্কের জেরে ভারত বাংলাদেশের সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, হু-হু করে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ ছুঁয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেয়া সরকারী তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৮৪ জন আক্রান্তের খবর জানানো হয়েছে। এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩১। এছাড়া কেরালা থেকে মোট ২২ জনের করোনায় সংক্রমিত হওয়ার খবর মিলেছে। মহারাষ্ট্র ছাড়াও এদিন রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লীতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও, বিশ্বব্যাপী বিস্তার করা করোনাকভাইরাসকে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
×