ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজক্যাম্প থেকে ১৪২ জন বাড়ি ফিরছেন, থাকবেন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১৩:১৫, ১৫ মার্চ ২০২০

হজক্যাম্প থেকে ১৪২ জন বাড়ি ফিরছেন, থাকবেন হোম কোয়ারেন্টাইনে

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতালি থেকে দেশে আসার পর বিমানবন্দর থেকে যে ১৪২ জনকে আশকোনার হজ ক্যাম্পে নেয়া হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে। তবে তারা ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকবেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শনিবার সকালে ইতালি থেকে যে ১৪২ জন এসেছিলেন আশকোনায় তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তাদের কোন সমস্যা পাওয়া যায়নি। তাই তাদের বলে দিয়েছি, আপনারা চাইলে বাড়ি ফিরতে পারেন। ইতোমধ্যেই একজন মহিলা তার দুই সন্তানসহ ফিরে গেছেন। বাকিরাও ধীরে ধীরে চলে যাবেন। তবে বাড়িতে গিয়েও তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসার পর শাহজালাল বিমানবন্দর থেকে ১৪২ জনকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেয়া হয়েছিল। সেখানে তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে রাতে তাদের বিষয়ে ওই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তার ওই ঘোষণার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজকেও জার্মানি ও ইতালি থেকে প্রায় দেড় শ’ জনের মতো যাত্রী এসেছিলেন। তাদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছিল। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তারা সবাই সুস্থ আছেন। তারা ইতালি থেকেই সার্টিফিকেট নিয়ে এসেছেন যে তারা সুস্থ আছেন। তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়ে বিভিন্ন পরিবহনে পুলিশ স্কটে যার যার এলাকায় পৌঁছে দেব এবং তারা যেন কোয়ারেন্টাইনে থাকে সেই ব্যবস্থা করব। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, রবিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ইতালি থেকে আরও ১৫৫ জন আসবেন। রবিবার যারা আসবেন তাদের গাজীপুরে একটি ম্যাটস অর্থাৎ মেডিক্যাল এ্যাসিসটেন্টস ট্রেনিং স্কুলের হোস্টেলে থাকার ব্যবস্থা আছে। স্থানীয় প্রশাসন সেটার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। একইভাবে তাদের পরীক্ষা করা হবে। যদি কারও ভাইরাস না পাওয়া যায় এখানে যেভাবে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি সেখান থেকেও তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান রাতে বলেন, শনিবার সন্ধ্যার পর ইতালি থেকে আসা ৫৯ জনকে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন তারা। তারা সিদ্ধান্ত নেবেন যে, তাদের কোথায় রাখা হবে।
×