ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিফেরত ৪৪ জনকে গাজীপুরে কোয়ারেন্টাইন

প্রকাশিত: ১৩:১১, ১৫ মার্চ ২০২০

ইতালিফেরত ৪৪ জনকে গাজীপুরে  কোয়ারেন্টাইন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ইতালিফেরত ৪৪ প্রবাসীকে কোয়ারেন্টাইনের জন্য গাজীপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ওই হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে কোয়ারেন্টাইনের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ গত কয়েকদিন আগেই প্রস্তুত রাখা হয়। এ হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ইতালি থেকে আসা ৪৪ জন প্রবাসীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত পৌনে ১২টার দিকে তারা এ হাসপাতালে পৌঁছেন। ইতালি থেকে সন্ধ্যায় ওই প্রবাসীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পরে সেখান থেকে তাদের তিনটি আলাদা গাড়িতে করে পূবাইলের ওই হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য স্থানান্তর করা হয়।
×