ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল হতে পারে সংক্ষিপ্ত পরিসরে ॥ সৌরভ

প্রকাশিত: ১২:০২, ১৫ মার্চ ২০২০

আইপিএল হতে পারে সংক্ষিপ্ত পরিসরে ॥ সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইপিএল পিছিয়ে দেয়া হয়েছে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। শনিবার মুম্বাইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সেখানে আট ফ্র্যাঞ্চাইজির মালিকসহ উপস্থিত ছিলেন ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সভাপতি সৌরভ গাঙ্গুলী। সভা শেষে তিনি জানিয়েছেন এবারের আইপিএল হতে পারে সংক্ষিপ্তাকারে। তিনি বলেন, ‘আইপিএল যদি হয় তাহলে সেটা সংক্ষিপ্ত আকারে হবে। কারণ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। তার মানে ইতিমধ্যে আমরা ১৫ দিন হারিয়েছি। সুতরাং আইপিএলের ১৩তম আসর সংক্ষিপ্ত করা ছাড়া উপায় নেই। কত ছোট করা হবে, কয়টা ম্যাচ হবে সে বিষয়ে আমি এখনই কিছু বলতে পারব না।’ পরিস্থিতি পর্যবেক্ষণ করেই আইপিএল ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সভা শেষে এ বিষয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াইদা বলেন, ‘আসলে ঠিক কবে শুরু করা যাবে সেটা বলা মুশকিল। চলমান পরিস্থিতিতে সেটা শুধু আমরা কেন, কেউ-ই বলতে পারবে না।
×