ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার বাইরের খেলাগুলোতে দর্শক সমাগম কম করার নির্দেশনা, তৈরি হচ্ছে নতুন সূচী

ক্লাবগুলোর দাবি মেনে সাত ভেন্যুতেই খেলা

প্রকাশিত: ১২:০০, ১৫ মার্চ ২০২০

ক্লাবগুলোর দাবি মেনে সাত ভেন্যুতেই খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিন পার হতেই আবারও সুর পাল্টে ফেলল দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে এসে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এক ভেন্যুতেই হবে প্রিমিয়ার লীগের খেলা। করোনাভাইরাসের কারণে এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। সভাপতির সেই কথাই এখন মিথ্যে হতে চলেছে। আর সেটা হতে যাচ্ছে পেশাদার লীগ কমিটির কারণে। শনিবার বাফুফে ভবনে জরুরী সভায় বসেন লীগ কমিটির সদস্যরা। সেখানে নতুন সিদ্ধান্ত হয় যে এক নয়, চলমান লীগের খেলা যেভাবে চলছিল অর্থাৎ সাত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে! সভা শেষে গণমাধ্যমকে এমন কথা জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। সালাম মুর্শেদী অবশ্য সালাউদ্দিনের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন এই বলে, ‘আমাদের সভাপতির চিন্তাধারা ছিল এক ভেন্যুতে করা যায় কি না। সভায় বিভিন্ন ধরনের মতামত এসেছিল। তবে যে সিদ্ধান্ত হয়েছে সেটা ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে।’ সেই সঙ্গে জাতীয় দলের ক্যাম্প না হওয়াতে ফাঁকা সময়টাতেও লীগের খেলা চালিয়ে যেতে নতুন সূচী তৈরি করেছে লীগ কমিটি। গত ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এএফসি কাপের খেলা। যেখানে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের টিসি স্পোর্টস। ওই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। খেলার বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। করোনাভাইরাসের কারণে লীগের ভেন্যু কমিয়ে এক ভেন্যুতে খেলার কথা জানান তিনি। সেদিন বাফুফের আসন্ন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। করোনাভাইরাসের কারণে নির্বাচন পেছানোর শঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘নির্বাচন তো দেরি আছে; তখন কি হয় দেখতে হবে।’ বাফুফের কার্যকরী কমিটির অনেক সদস্যকে প্রায়শই বলতে শোনা যায়; বাফুফে চলে সভাপতির সিদ্ধান্তে। বাফুফের সভাপতির কারণে অনেকে স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলেও অভিযোগ। বাদল রায়, মহিউদ্দিন মহি, শেখ আসলামরা গণমাধ্যমে এমন কথা অনেকবার বলেছেন। যদিও এসব ধর্তব্যে নেন না সভাপতি। তবে পেশাদার লীগ কমিটি সভাপতির সিদ্ধান্তে যায়নি। গতকাল জরুরী সভা ডেকে এক নয়, সাত ভেন্যুতে লীগ চলবে বলে জানান লীগ কমিটির চেয়ারম্যান। ক্লাবগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাপতি অবশ্য কারোর সঙ্গে আলোচনা না করেই নিজের মতামত গণমাধ্যমকে জানিয়েছেন। সালাম মুর্শেদী বলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প স্থগিত হওয়ার কারণে আমরা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে ফঁকা সময়টাতেও প্রিমিয়ার লীগ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতিতে সরকারীভাবেই নির্দেশনা দেয়া হচ্ছে জনসমাগম এড়িয়ে চলতে। সেখানে প্রিমিয়ার লীগের ম্যাচে গ্যালারিতে দর্শক আসলে তো সেটি সম্ভব হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশেই এখন গ্যালারি শূন্য রেখেই ম্যাচ আয়োজন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা সাময়িকভাবে ক্লাবগুলোকে পরামর্শ দিয়েছে ক্লাবের ফ্যান বা সমর্থকদের গ্যালারিতে কম আনার জন্য।
×