ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টার্মিনাল ও বাস পরিষ্কার রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:৫২, ১৫ মার্চ ২০২০

টার্মিনাল ও বাস পরিষ্কার রাখার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশে নভেল করোনাভাইরাস রোধে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী- এই চারটি বাস টার্মিনাল ও সকল গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ইউনিক হাইটস টাওয়ারে সমিতি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি এই ভাইরাস রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বার বার গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। মূলত মানুষের সমাগম এড়িয়ে চলার চিন্তা থেকেই এই পরামর্শ। কারণ আক্রান্ত ব্যক্তি থেকেই এই ভাইরাস অন্যজনে ছড়ায়। ঢাকায় যেসব বাস চলাচল করে সবকটিতেই ঠাসা মানুষ। ভিড়ের চোটে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। এই পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি বাসে ওঠে তাহলে বেশি মানুষ দ্রুত সময়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
×