ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মুজিববর্ষের সব কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ১১:৫২, ১৫ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে মুজিববর্ষের সব কর্মসূচী স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রে জরুরী অবস্থা জারির পরিপ্রেক্ষিতে দেশটিতে মুজিববর্ষের সব কর্মসূচী স্থগিত করেছে আয়োজকরা। শুক্রবার এ তথ্য জানান যুক্তরাষ্ট্রে ‘সর্বজনীন বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি’র আহ্বায়ক প্রদীপ রঞ্জন কর। খবর বিডিনিউজের। তিনি বলেন, ‘পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ইউনিয়ন স্কোয়ারে ১৭ মার্চ বেলা ২টা এবং ১৬ মার্চ সন্ধ্যা ৭টায় ডাইভার্সিটি প্লাজায় পূর্ব ঘোষিত কর্মসূচী স্থগিত করতে বাধ্য হলাম।’ এর আগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার অনুষ্ঠানও স্থগিতের ঘোষণা এসেছে। এদিকে নিউইয়র্ক অঞ্চলে মুজিববর্ষ উদযাপনে সর্ববৃহৎ আয়োজন ‘দুদিনব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র সব কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক নূরন্নবী, প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়া ও সদস্য সচিব জাকারিয়া চৌধুরী। তবে জাতিসংঘে বাংলাদেশ মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অনুষ্ঠান সীমিত আকারে করা হবে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে। এদিকে ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, বস্টন, পেনসিলভানিয়াসহ বিভিন্ন স্থানে মুজিববর্ষ উপলক্ষে সব আয়োজন সীমিত আকারে করার সংবাদ পাওয়া গেছে। নিউইয়র্কে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ ও ‘উদীচী শিল্পীগোষ্ঠী’সহ আরও কয়েকটি সংগঠনের অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।
×