ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোল্ডিং ট্যাক্স হ্রাসে উদ্যোগ নেব ॥ শাহাদাত

উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখব ॥ রেজাউল

প্রকাশিত: ১১:৪৯, ১৫ মার্চ ২০২০

উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখব ॥ রেজাউল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আর ১৩ দিন পর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ ও পথসভায় সরগরম হয়ে আছে নগরজীবন। প্রতিদিন বিকেল থেকে রাতঅবধি প্রার্থীদের গণসংযোগ চলছে। এম রেজাউল করিম চৌধুরী ॥ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নারী সমাবেশে বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি চট্টগ্রামকে ঘিরে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর উত্তরসূরি হিসাবে নিজেকে দাবি করে তিনি বলেন, এ নগরীকে বিশ্বমানে উন্নীত করতে উন্নয়ন কর্মকা- চালিয়ে যাবেন। শনিবার নগরীর কে সি দে রোডের নির্বাচনী প্রচারণা কার্যালয়ে নগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মালেকা চৌধুরী, আলেয়া পারভীন রঞ্জু, শিরীন রোকসানা, শিখা চক্রবর্তী, দিলরুবা জামান শেলী, শেখ আনোয়ার কবির পুতুল, সুরাইয়া বেগম ইভা, চেমন আরা তৈয়ব, লুবনা হারুন, দেলোয়ারা ইউসুফ প্রমুখ। নৌকার মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, চউক এবং অন্যান্য সেবা সংস্থাগুলোকে ১২শ’ কোটি টাকারও বেশি বরাদ্দ দেয়া হয়েছে। সরকারের দেয়া এসব মেগা প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, মুজিববর্ষের শুরুতে স্বাধীনতার এ মাসে নৌকা প্রতীকের বিজয় উপহার দিয়ে চট্টগ্রাম ইতিহাসের অংশীদার হবে। সাফিয়া খাতুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মভূমির পর বেশি ভালবাসেন এই চট্টগ্রামকে। তাই তিনি দলের নেতৃবৃন্দকে চট্টগ্রামের দলীয় সাংগঠনিক দিকটি মজবুত করার ক্ষেত্রে নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন। মাহমুদা খাতুন বলেন, চট্টগ্রাম মুক্তিযুদ্ধের ঠিকানা। ৬০-এর দশক থেকে চট্টগ্রামের বিপ্লবী ঐতিহ্য শাণিত হয়েছে। হাসিনা মহিউদ্দিন বলেন, সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে চট্টগ্রামের নারী সমাজ আজ ঐক্যবদ্ধ। ডাঃ শাহাদাত হোসেন ॥ চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন শনিবার দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন পথসভায় তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচিত হলে নগরবাসীর সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নিয়ে হোল্ডিং ট্যাক্স হ্রাস করব। নগরবাসীর জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করব। তিনি বলেন, বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগর। নির্বাচিত হলে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করব। এ নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের যে সাড়া মিলছে তা কেউ দমিয়ে রাখতে পারবে না। আমাদের সকলকে জেগে উঠতে হবে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের পবিত্র আমানত ভোটের অধিকার সকলকে প্রয়োগ করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্বদানকারী দল মনোনীত মেয়র প্রার্থীর প্রতীক ধানের শীষে সকলকে ভোট দেয়ার আহ্বান জানান। ডাঃ শাহাদাত হোসেন এ সময় আবদুর রহমান শাহ মাজার লেন, কে বি দোভাষ লেন, ঠা-ামিয়া লেন, ফকিরহাট রোড, পশ্চিম গোসাইলডাঙ্গা, ফকিরহাট বাজারসহ আগ্রাবাদের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এ সময় তার সঙ্গে ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি নাজিমুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, শামসুল আলম, মোঃ সেকান্দর, ফয়েজুল ইসলাম, জেরিন চৌধুরী, জাহিদ হাসান, আবদুল মান্নান রানা, হাজী মোঃ হোসেন, জমির আহমেদ প্রমুখ।
×