ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিম পাড়তে গিয়ে

প্রকাশিত: ১১:১২, ১৫ মার্চ ২০২০

ডিম পাড়তে গিয়ে

ইয়োশি নামে এক কচ্ছপ সম্প্রতি ডিম পাড়ার জন্য আফ্রিকা থেকে প্রায় ৩৭ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছে। সাঁতরে সমুদ্র পথ পাড়ি দেয়া লগারহেড (বড় মাথার) কচ্ছপকে ২০ বছর আগে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তারপর চিকিৎসা দেয়া শুরু হয়। সুস্থ হওয়ার পর তাকে আবার সমুদ্রে ছেড়ে দেয়া হয়। এর আগে ইয়োশির শরীরে জিও ট্র্যাকার লাগিয়ে দেয়া হয়। আর তা থেকেই ইয়োশির গতিবিধি রেকর্ড করা হয়। দক্ষিণ আফ্রিকার সমুদ্রতট থেকে উত্তরের দিকে নামিবিয়ার তট হয়ে এ্যাঙ্গোলা পর্যন্ত গিয়েছিল ইয়োশি। সেই পথেই তাকে ফিরতে হয়েছিল। সেখানে ডিম পাড়ার উপযুক্ত স্থান খুঁজে পায়নি তাই ফিরেছিল। অবশেষে আবার একবার দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্ত ছুঁয়ে অস্ট্রেলিয়ার দিকে পাড়ি দেয়। কচ্ছপরা সাধারণত একবার যেখানে ডিম পাড়ে বার বার সেখানেই ফিরে যায় ডিম পাড়তে। সে জন্যই দক্ষিণ আফ্রিকার উত্তরে নামিবিয়া হয়ে এ্যাঙ্গোলা যায় ইয়োশি। গত বছর মালদ্বীপের মাফারু বিমানবন্দরের রানওয়েতে এক কচ্ছপকে ডিম পাড়তে দেখা যায়। আগেও ওই জায়গাতেই ডিম পেড়েছিল সবুজ সামুদ্রিক কচ্ছপ। পরে সেখানে বিমানের রানওয়ে তৈরি হয়। ফলে কচ্ছপটি বুঝতে না পেরে তার পুরনো জায়গাতেই ডিম পাড়তে চলে যায়। প্রাকৃতিক বাসার বদলে মানুষের তৈরি কংক্রিটের রানওয়ের ওপরেই পড়ে থাকে তার ডিমগুলো। এই কারণেই কচ্ছপ বা প্রাণীদের বাসা সংরক্ষণ করা উচিত। -এবিসি ডট নেট
×