ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিনব প্রতিরোধ

প্রকাশিত: ১১:১২, ১৫ মার্চ ২০২০

অভিনব প্রতিরোধ

ব্রিটেনের বার্মিংহামে কিংস্ট্যান্ডিং এলাকার এক দোকানে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতকারী হাতে খোলা ছুরি। এই অবস্থায় হয় তার হাতে তুলে দিতে হবে নগদ অর্থ নয়ত আক্রমণের মুখে পড়তে হবে। তবে ওই দোকানদার পাল্টা আক্রমণের পথে গেলেন। তিনি দুষ্কৃতকারী যে আক্রমণ করলেন এমন এক অস্ত্র দিয়ে, যাকে ‘অভিনব’ বলা যায়। দোকানের সিসিটিভি থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, এক দুষ্কৃতকারী মুখ ঢেকে হাতে ছুরি নিয়ে ঢুকে পড়ছে দোকানে। কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে কিছু বলছে সে। সম্ভবত ক্যাশ বাক্সে যা আছে দিয়ে দিতে বলছে। অর্থের বদলে যা পেল তাতে কয়েক রাত তাকে দুঃস্বপ্ন তাড়া করে ফিরবে। দোকানি ক্যাশ বাক্স থেকে নগদ দেয়ার বদলে, দুষ্কৃতকারীর মুখ লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে দেন। কিছুক্ষণের জন্য দোকানের ভেতর পুরো মরিচ গুঁড়ায় ভরে যায়। আর তার চোখে-মুখে সেই মরিচ গুঁড়া পড়ায় তার পালানো ছাড়া আর কোন পথ খোলা ছিল না। তাই ডাকাতি ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায় সে। -মেট্রো
×