ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা থেকে মানুষকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসা উচিত ॥ মেনন

প্রকাশিত: ১১:১১, ১৫ মার্চ ২০২০

করোনা থেকে মানুষকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসা উচিত ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য জনগণকে সচেতন করতে, তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং তা প্রতিরোধের উপায় বের করতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর পল্টনে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ছাত্রমৈত্রীর ঢাকা মহানগর সভাপতি ইয়াতুন নেসা রুমার নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী মেনন বলেন, ছাত্ররা তাদের নিজের পরিবার, নিজের সমাজ, নিজের পারিপার্শিক পরিবেশ, নিজের অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যেমন সার্বিক সহযোগিতা করতে পারে, তেমনি তারাই পারে সাহস নিয়ে দেশের সকল মানুষকে সহায়তা করতে। তিনি আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এখনও আমরা গুজব দ্বারা বিভ্রান্ত হচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে। আসলে করোনা এখন বিশ^ মহামারী। কিন্তু আমরা দেখছি ওয়াজ মাহফিলের নামে কিছু মাওলানা-মৌলবি না বুঝে না জেনে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এগুলো না করে উচিত হবে মানুষকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য সবাইকে এগিয়ে আসা। এজন্য সরকারের পক্ষ থেকে সতর্ক নজরদারির পরামর্শ দেন ১৪ দলের অন্যতম এই শরিক নেতা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহসভাপতি তরিকুল ইসলাম, সাগর আহমেদ, রাজনৈতিক-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আয়েশী সিদ্দিকা মালা, দফতর সম্পাদক মাঈনুল হাসান, সদস্য তামিম হোসাইন চন্দন প্রমুখ। বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিনজন। কোভিড-১৯ রোগের মতো উপসর্গ নিয়ে দেশে এখন আইসোলেশনে রয়েছেন নয়জন, এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন চারজন। আর দেশে যে তিনজন কোভিড-১৯ রোগী ধরা পড়েছিলেন, তাদের দুজনই এখন নোভেল করোনাভাইরাস মুক্ত বলেও জানিয়েছে আইইডিসিআর।
×