ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রাফিক পুলিশকে চড় মারায় নারী কাউন্সিলর গ্রেফতার

প্রকাশিত: ১১:০০, ১৫ মার্চ ২০২০

গাজীপুরে ট্রাফিক পুলিশকে চড় মারায় নারী কাউন্সিলর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে থাপ্পড় দেয়ার অপরাধে যুব মহিলা লীগের নেত্রী সিটি কর্পোরেশনের এক নারী (সংরক্ষিত) কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় উল্টোপথে গাড়ি নিয়ে যেতে বাঁধা দেয়ার জেরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতের নাম রুহুন নেছা রুনা। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, শনিবার দুপুরে কাউন্সিলর রুহুন নেছা রুনা নিজেই প্রাইভেট কার ড্রাইভিং করে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় জাগ্রত-চৌরঙ্গীর ভাস্কর্যের উত্তর পাশ দিয়ে ডানে ইউটার্ন করতে যান। কিন্তু এ সময় ওই এলাকায় মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলার কারণে ট্রাফিক পুলিশের সদস্যরা রশি বেঁধে রেশনিং পদ্ধতিতে ঢাকা-ময়মনসিংহ রুটের গাড়ি চলতে দিচ্ছিল। ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে কাউন্সিলর রুহুন নেছা রুনা ওই রশি ঠেলে দিয়ে তার কার ডানে ইউটার্ন নেয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আশিকুর তাকে বাঁধা দিয়ে পরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে ওই নারী নিজেকে কাউন্সিলর পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল আশিকুরের গালে চড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
×