ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার সব নির্দেশ মেনে চলে ছাত্রলীগ ॥ নাহিয়ান খান

প্রকাশিত: ১০:৫৯, ১৫ মার্চ ২০২০

শেখ হাসিনার সব নির্দেশ মেনে চলে ছাত্রলীগ ॥ নাহিয়ান খান

নিজস্ব সংবাদদাতা, ১৪ মার্চ, গাইবান্ধা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশ মেনে চলে। তার নির্দেশনার বাহিরে আমরা কোন কাজ করি না। এই আদর্শের সংগঠন যারা করবেন তাদের মেধাবী ছাত্র হতে হবে। ছাত্রলীগের রাজনীতিতে জড়ালে তাদের বাবা-মাও গর্ববোধ করেন। ছাত্রলীগে জড়িয়ে কোন অন্যায়মূলক কাজ করা যাবে না। আমরা সব সময় বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে চলি। তাই ছাত্রলীগ কর্মীদের নিবেদিত প্রাণ হতে হবে। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে ছাত্রলীগের সকল কর্মীদের নিবেদিত হয়েই প্রচারণার কাজ চালাতে হবে। নৌকা মার্কার বিজয়ে নিরলসভাবে পরিশ্রম করতে হবে ছাত্রলীগ নেতাকর্মীদের। এখানকার ২১ মার্চের উপ-নির্বাচনে স্বাধীনতা বিরোধী কোন চক্র যাতে নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই লক্ষ্যে এখন থেকেই ছাত্রলীগ কর্মীদের ভোটের মাঠে লেগে থাকতে হবে। শনিবার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের পাবলিক লাইব্রেরি এ্যান্ড ক্লাব মাঠে এক ‘নির্বাচনী ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচন উপলক্ষে এই নির্বাচনী ছাত্র সমাবেশের আয়োজন করে সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতাজের রহমান চঞ্চলের সভাপতিত্বে নির্বাচনী ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন ও সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা।
×