ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল-কলেজ বন্ধের মতো পরিস্থিতি হয়নি ॥ কাদের

প্রকাশিত: ১০:৫৮, ১৫ মার্চ ২০২০

স্কুল-কলেজ বন্ধের মতো পরিস্থিতি হয়নি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের কারণে বাংলাদেশে এখনও স্কুল-কলেজ বন্ধ করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে বলেছেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। সরকারী-বেসরকারীভাবে সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে। করোনা পরিস্থিতি মোকাবেলা করণীয় এবং জনসচেতনতা সৃষ্টি করতে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে লিফলেট বিতরণের আগে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস নিয়ে সরকারের সমালোচনার আগে বিএনপিকে নিজেদের ঘরে ছড়িয়ে পড়া করোনা প্রতিরোধে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার বিষয়টি নিয়ে সতর্কতা এবং প্রস্তুতিতে সামান্যতম ঘাটতি নেই। কিন্তু সবকিছুতেই বিএনপি রাজনৈতিক ইস্যু খোঁজার পাঁয়তারা করছে। এটাই এখন তাদের রাজনীতি। সরকার সরকারের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেরা নিজেদের ঘর সামলান। আপন ঘরেই আপনাদের অসুবিধা, সমস্যা। করোনার মতো ভাইরাস বিএনপির ঘরের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। নিজেদের ঘরের করোনা আগে বিএনপি প্রতিরোধ করুক, এরপর সরকারের ওপর দোষ চাপাতে পারবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে স্কুল-কলেজ বন্ধের কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা নেই তা নয়। তবে এখানে প্যানিক করে কোন লাভ নেই। আমাদের এখানে বিষয়টা সে পর্যায়ে আসেনি, নতুন করে সংক্রমিত হওয়ার খবর পাইনি। সে রকম কোন পরিস্থিতি তৈরি হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আস্থা রাখুন সরকারের ওপর, আস্থা রাখুন প্রধানমন্ত্রীর ওপর। করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন। প্রতিনিয়তই সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোন ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশে^র ১২৮ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের মন্ত্রীরাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীন যেখান থেকে ভাইরাসটি সংক্রমণ শুরু হয়েছিল, তারা সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছে।
×