ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল অনিশ্চিত, বন্ধ টিকেট বিক্রি

প্রকাশিত: ১০:৫৮, ১৫ মার্চ ২০২০

খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল অনিশ্চিত, বন্ধ টিকেট বিক্রি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আন্তর্জাতিক রুটের খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। চলবে কি চলবে না এ সংক্রান্ত কোন দাফতরিক পত্র খুলনায় এসে পৌঁছেনি। যদিও শুক্রবার থেকে টিকিট বিক্রি বন্ধ। টিকিট নেয়া ভারতগামী যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত কোন যাত্রী টিকিটের মূল্য ফেরত নিতে আসেননি বলে জানা গেছে। খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) চলাচল করে। কলকাতার চিতপুর স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি খুলনা স্টেশনে পৌঁছায় দুপুর ১২টার দিকে। সেটি আবার কলকাতার উদ্দেশে ছেড়ে যায় দুপুর দেড়টার দিকে। রবিবার খুলনায় বন্ধন ট্রেনটি আসার কথা রয়েছে। করোনা মোকাবেলা ও আগাম সতর্কতার জন্য খুলনা থেকে ছেড়ে যাওয়া বন্ধন এক্সপ্রেস চলাচল নিয়ে শঙ্কা রয়েছে। খুলনা রেল স্টেশনের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইনচার্জ লোকো) বেনজির আহমেদ বলেন, খুলনা-কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসটি রবিবার যদি খুলনায় পৌঁছায় তবে সেটি আবার কলকাতায় ফেরত যাবে। যেহেতু বন্ধন এক্সপ্রেসটি ভারত সরকারের মালিকানার, তাই ট্রেনটিকে পেট্রাপোল নিয়ে যাওয়া পর্যন্ত ক্রুসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। রেলওয়ে খুলনার স্টেশন মাস্টার বুলবুল আহমেদ বলেন, খুলনা স্টেশন থেকে ভারতীয় নাগরিক ১১ জন এবং বাংলাদেশ থেকে কলকাতা যেতে সাতজন টিকেট নিয়েছেন। টিকেট নেয়া ভারতগামী যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেয়া হবে। তবে শনিবার দুপুর পর্যন্ত কেউ টিকেট ফেরত দিতে আসেননি বা ভারতগামী কোন পাসপোর্ট যাত্রী টিকিট নিতেও আসেননি। ভারতে যাওয়া বন্ধ ॥ স্টাফ রিপোর্টার জানান, সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে শনিবার কোন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ভারতে যেতে পারেনি। করোনা আতঙ্কে ভারত সরকার পাসপোর্টধারী বহিরাগতদের সে দেশে প্রবেশের অনুমতি শুক্রবার পর্যন্ত বহাল রাখলেও শনিবার থেকে ভোমরা বন্দর দিয়ে কোন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারেনি। তবে বাংলাদেশে থাকা পাসপোর্টধারী ভারতীয়রা যাতায়াত করতে পারছেন। ভারতে অবস্থানরত বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীরাও বাংলাদেশে আসতে পারছেন।
×