ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব নারী দিবসে নান্দিকের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:২৭, ১৫ মার্চ ২০২০

বিশ্ব নারী দিবসে নান্দিকের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে গত শুক্রবার সকালে ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে নান্দিকের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চসারথি আতাউর রহমান, পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যজন কবি ও প্রাবন্ধিক অনীত রায়, বিশিষ্ট নাট্যজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক ড. আইরিন পারভীন লোপা ও অধ্যাপক মোজহারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নান্দিকের সম্পাদক কবি ইসমত শিল্পী। আলোচনার পর নাইমা রুম্মানের কণ্ঠে ‘আগুনের পরশমণি’ সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন- আয়শা জাহান নূপুর, আসমা আক্তার লিজা, মেহরাব মুন, আসাদুল ইসলাম আসাদ ও কাজী মোহিনী ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন-মীর বরকত, মাসুম আজিজুল বাসার, সোনিয়া হাসান সুবর্ণা, নাইমা রুম্মান, সিদ্দিকুর রহমান পারভেজ ও মাহমুদা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন অনীত রায় ও বাপ্পী। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ত্রিলোক বাচিক পাঠশালা। প্রসঙ্গত বাংলার ঐতিহ্য, অর্থনীতি, বিজ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, সাহিত্য, সমাজ ও সংস্কৃতিবিষয়ক নান্দনিক চিন্তা ধারণ করে অগ্রসর হতে চায় নান্দিক। ‘ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন’ সেøাগান নিয়ে ত্রৈমাসিক পত্রিকা নান্দিক গত বছর থেকে প্রকাশ হচ্ছে।
×