ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি অঙ্গনে করোনা আতঙ্ক

প্রকাশিত: ০৯:২৭, ১৫ মার্চ ২০২০

সংস্কৃতি অঙ্গনে করোনা আতঙ্ক

গৌতম পাণ্ডে ॥ কোভিড-১৯ যা করোনাভাইরাস নামে পরিচিত। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনা আতঙ্কে সারাবিশ্বে অন্যান্য ক্ষেত্রের মতো সংস্কৃতি অঙ্গনে হঠাৎ করেই নেমে এসেছে স্থবিরতা। ফ্যাশন শো থেকে অপেরা হাউজ, চলচ্চিত্র, নাটক, কনসার্ট, মেলা বা নানা সাংস্কৃতিক আয়োজন করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে একের পর এক অনুষ্ঠান আয়োজন বাতিল হয়ে যাচ্ছে। বিভিন্নœ খবরের ভিত্তিতে করোনা আতঙ্কে থমকে গেল যেসব আয়োজন তারই অংশ বিশেষ নিয়ে এ প্রতিবেদন। প্রথমেই চোখে ফেরানো যাক বাংলাদেশে। করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচী পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় অনুষ্ঠান সূচীতে এ পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত চলবে। ফলে বিদেশী অতিথিদের উপস্থিতিতে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো পরে অনুষ্ঠিত হতে পারে। করোনা আতঙ্কে পিছিয়ে গেছে বঙ্গবন্ধুর বায়োপিকের শূটিং। চলমান করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এনে পেছানো হয়েছে এই শূটিং এমনটাই জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার বায়োপিক ‘বঙ্গবন্ধু’। সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন গণমাধ্যমকে জানান, আগামী সেপ্টেম্বর থেকে জাতির পিতার জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শূটিং শুরু হতে পারে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এদিকে এর আগে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শূটিং শুরু হবে। এজন্য প্রায় সকল প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল। সিনেমাটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় বায়োপিকের মাস্টারখ্যাত ভারতের নন্দিত নির্মাতা শ্যাম বেনেগালকে। প্রকাশিত গেজেট অনুযায়ী, জাতির পিতার জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। এরই মধ্যে করোনাভাইরাসের প্রভাব পড়েছে চলচ্চিত্র ব্যবসার ক্ষেত্রেও। সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ও ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’। এতে প্রথমবার জুটি হয়ে কাজ করেছেন শাকিব ও নুসরাত ফারিয়া। বড় বাজেটের এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ঢাকা ও বাইরের বিভিন্ন হলে খোঁজ নিয়ে জানা যায়, প্রথমদিনে চলচ্চিত্রটি ভাল ব্যবসা করলেও দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার খবরের পর থেকে দর্শক সিনেমা হলে কম যাচ্ছে। দর্শক এখন হলে এসে চলচ্চিত্র দেখতে ভয় পাচ্ছে। প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, ১৩ মার্চ মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পরিচালক সেই ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন। তবে করোনাভাইরাসের প্রভাব প্রেক্ষাগৃহে পড়ার কারণে চলচ্চিত্রগুলো যথাসময়ে মুক্তি দেয়া যাবে কি-না তা নিয়ে পরিচালক ও প্রযোজকদের মধ্যে সংশয় কাজ করছে। আসন্ন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ চলচ্চিত্রটিও ঘোষিত তারিখে মুক্তি পাবে না বলে শোনা যাচ্ছে। এ মাসের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘নীল মুকুট’। তবে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে এখন ছবি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন এই নির্মাতা। তিনি জানান, এর আগে বিনাকর্তনে সার্টিফিকেট পেয়েছিল ‘নীল মুকুট’। ২৭ মার্চ মুক্তির অনুমতিও পেয়েছিল প্রযোজক-পরিবেশক সমিতির। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই মুক্তি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। করোনা আতঙ্কে থমকে গেল যেসব আয়োজন : ফ্যাশন শো থেকে অপেরা হাউস, মেলা বা নানা সাংস্কৃতিক আয়োজন-করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে একের পর এক অনুষ্ঠান আয়োজন বাতিল হয়ে যাচ্ছে। এবার নজর দেয়া যাক বিদেশের দিকে। ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড মুভি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ নবেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। এপ্রিলে জেমস বন্ড সিরিজের এই চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে প্রযোজক ঝুঁকি নিতে চান না। মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ ভেনিস আর্কিটেকচার বিয়েনালের আয়োজনটি তিনমাস পিছিয়ে আগস্টে নিয়ে যাওয়া হয়েছে। ২৯ আগস্ট থেকে ২৯ নবেম্বর পর্যন্ত চলবে এটি। মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়। করোনাভাইরাসের কারণে সঙ্গীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা ‘ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট’ স্থগিত করা হয়েছে। আগামী ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল। এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল। করোনার কারণে লাইপসিশ বইমেলাও বাতিল করা হয়েছে। জার্মানির দ্বিতীয় বৃহৎ বইমেলাটি আগামী ১২ থেকে ১৫ মার্চ হওয়ার কথা ছিল। ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় মেলা আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন) আয়োজনও শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা। বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম। ফ্রান্সে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবছর এপ্রিলে সারাবিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নক্সা এবং ইন্টেরিয়র ডিজাইন দেখতে যান মিলান ডিজাইন সপ্তাহে। করোনাভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে জুনে নিয়ে গেছেন। ইতালির অভিজাত অপেরা হাউসগুলোর একটি মিলানের লা স্কালা। আগামী ৮ মার্চ পর্যন্ত যেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর কে-পপ বয় ব্যান্ড ‘বিটিএস’ সৌল অলিম্পিক স্টেডিয়ামে তাদের চারটি কনসার্ট বাতিল করেছে। ইতালিতে করোনাভাইরাস শনাক্তের পর টম ক্রুজ ভেনিসে তার ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শূটিং বাতিল করেছেন। করোনার প্রভাব প্যারিস ফ্যাশন উইকেও পড়েছে। অনেক বড় বড় ডিজাইনার অংশ নেননি। এমনকি সম্ভাষণ জানানোর ঐতিহ্যবাহী রীতিতেও পরিবর্তন দেখা গেছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আতঙ্কে বহু জায়গায় স্থগিত করা হয়েছে নানা গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেই তালিকায় আছে লোটাস মেকআপ ইন্ডিয়া ফ্যাশন উইক ও আইফা এ্যাওয়ার্ড। করোনাভাইরাসের কবলে পড়ল ‘বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ভাইরাসটির সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে স্থগিত করা হয়েছে উৎসবটির ১০ম আসর। করোনা আতঙ্কের মধ্যে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করছেন পপসঙ্গীত তারকা মিলি সিরাস, সুপারস্টার ম্যাডোনা এবং রকব্যান্ড পার্ল জ্যাম। ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি চ্যারিটি কনসার্টে অংশ নিতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল মিলি সিরাসের। স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে কনসার্টটি বাতিল করেছেন এই পপসঙ্গীত শিল্পী। ফ্রান্সের সরকারী কর্তৃপক্ষ যে কোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ করার পর প্যারিসে অনুষ্ঠিতব্য দুইটি কনসার্ট বাতিল করেছেন পপস্টার ম্যাডোনা। জনপ্রিয় রকব্যান্ড পার্ল জ্যাম করোনাভাইরাস সংক্রমণের মুখে তাদের যুক্তরাষ্ট্র ও কানাডা ট্যুর বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের হাইপ্রোফাইল মিউজিক ফেস্টিভাল হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ার কোয়াশেলা মিউজিক ফেস্টিভালের সময়সূচী পিছিয়ে এপ্রিল থেকে অক্টোবরে নিয়ে গেছেন আয়োজকরা। ওই ফেস্টিভালে রেইজ এগেইনস্ট দ্য মেশিন, ট্রাভিস স্কট ও ফ্রাঙ্ক ওশেনের মতো ব্যান্ড অংশ নেয়ার কথা ছিল।
×