ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৯:২৬, ১৫ মার্চ ২০২০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ মার্চ দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১৮নং পৃষ্ঠার ৪ ও ৫নং কলামে ‘ওয়ান ব্যাংকে অর্থ জালিয়াতি : যুক্তরাজ্য প্রবাসীর ৮৩ লাখ টাকা আত্মসাত’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওয়ান ব্যাংকের ইসলামপুর শাখার সাবেক ক্যাশ অফিসার সরফরাজ আলী পাপলু। তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও যোগাযোগীমূলক।’ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, ‘সংবাদে ২৩টি চেকের মাধ্যমে ৮৩ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলনের বক্তব্যটি সঠিক নয়। একই সঙ্গে আব্দুর রউফকে ৩১ লাখ ৫৬ হাজার টাকা ফেরত দেন এই বক্তব্যটিও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’ প্রতিবেদকের বক্তব্য ॥ যুক্তরাজ্য প্রবাসী ওয়ান ব্যাংক সিলেটের ইসলামপুর শাখার গ্রাহক আব্দুর রউফ চেক ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ব্যাংকের সাবেক ক্যাশ অফিসার সরফরাজ আলী পাপলু ও ওয়ান ব্যাংকের বিরুদ্ধে চলতি মাসে সিলেট মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে প্রতিবেদনটি করা হয়েছে। মামলার নথি ও ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, চেক ও স্বাক্ষর জালিয়াতি করে ৮৩ লাখ ৫৬ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহকের এই অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখা বিষয়টি তদন্ত করে দেখছে। একই সঙ্গে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপকও বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত করছে ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ।
×