ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাহায্যের নামে প্রতারণা

প্রকাশিত: ০৯:২২, ১৫ মার্চ ২০২০

সাহায্যের নামে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ মার্চ ॥ সদর উপজেলার গড়েয়া কালীতলা বাজারে নষ্ট কিডনির চিকিৎসায় সাহায্যের নামে মানুষের কাছে অর্থ আদায় করার সময় দুইজনকে আটকের পর এক মাস বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদলত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন এ দ- প্রদান করেছেন। জানা যায়, ঠাকুরগাঁও মোলানী রায়পুর গ্রামের জয়নালের ছেলে আব্দুস সাত্তার ও পঞ্চগড়ের বশিরুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শুক্রবার রাতে কালীতলা বাজারে তাদের কিডনি নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে দোকানে দোকানে ঘুরে মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিল। এ সময় সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। অটিজম বিদ্যালয়ের ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৪ মার্চ ॥ প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচন, কেক ও ফিতা কেটে বিদ্যালয়টির ভবনের উদ্বোধন করেন। ৬ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। পরে বিদ্যালয় মিলনায়তনে আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতাকে সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকরা তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন এ বিদ্যালয়টি পরিচালনা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ প্রমুখ।
×