ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে শিক্ষকের হামলায় শিক্ষকসহ আহত দুই

প্রকাশিত: ০৯:২২, ১৫ মার্চ ২০২০

আদমদীঘিতে শিক্ষকের হামলায় শিক্ষকসহ আহত দুই

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৪ মার্চ ॥ বগুড়ার আদমদীঘিতে মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ শিক্ষকের হামলায় স্কুল শিক্ষকসহ দুই জন আহত হয়েছে। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে উভয়পক্ষেরে মধ্যে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানা গেছে, আদমদীঘি উপজেলার গাদোঘাট গ্রামের মসজিদের কমিটি গঠন নিয়ে ওই গ্রামের বাসিন্দা মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন এবং সিদ্দিকুর রহমান নামের অপর এক শিক্ষকের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার সকালে শিক্ষক জাকির হোসেন (৫০) তার ছোট ভাই রুবেলকে সঙ্গে নিয়ে মাঠের জমি আবাদ দেখতে যায়। খবর পেয়ে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান তার লোকজন জাকির হোসেন ও তার ওপর হামলা করে। তাদের লোহার রড দিয়ে মারপিটে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। ২৪ ভরি স্বর্ণ ও অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ২৪ ভরি স্বর্ণালঙ্কার ও চার হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় টাকা, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যংয়ের আবু তাহেরের সুপারিবাগান থেকে আটক করা হয়েছে মাফিয়া কিং এ রোহিঙ্গাকে। এ সময় সে অস্ত্র ও মাদক কেনাবেচার উদ্দেশে অবস্থান করছিল বলে দাবি র‌্যাবের। আটক রোহিঙ্গা যুবক মোঃ শরীফ হোসেন উখিয়ার কুতুপালংে রোহিঙ্গা ক্যাম্প নং ডি-৪ এর আশ্রিত রোহিঙ্গা মোঃ সিদ্দিকের পুত্র।
×