ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তে প্রতিবাদ করায় খুন

কুমিল্লায় প্রধান আসামির বাবা ও ভাই গ্রেফতার

প্রকাশিত: ০৯:২১, ১৫ মার্চ ২০২০

কুমিল্লায় প্রধান আসামির বাবা ও ভাই গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ মার্চ ॥ দেবিদ্বারে স্কুলছাত্রী ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ ও অভিযুক্ত বখাটের বিরুদ্ধে সালিশ করায় ওই বৈঠকে প্রকাশ্যে ছাত্রীর জেঠাতো ভাই আবদুল আউয়ালকে ছুরিকাঘাতে হত্যা করে আসলাম। বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ৩ দিনেও শনিবার পর্যন্ত মূল ঘাতক আসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ঘাতক আসলামের বাবা ও এক ভাইকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন থানার ওসি জহিরুল আনোয়ার। প্রকাশ্য বৈঠকে চাঞ্চল্যকর এ ঘটনায় শনিবারও স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছিল। তারা অবিলম্বে মূল ঘাতককে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম আউয়ালকে হারিয়ে বাকরুদ্ধ ও দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। জানা যায়, রঘুরামপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আসলাম (২২) তার প্রতিবেশী আবদুস সাত্তারের এসএসসি পরীক্ষার্থী মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করত। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান অফিসে একাধিকবার সালিশ হলেও আসলামকে কোনভাবেই নিবৃত্ত করা যায়নি। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রী তার নানার বাড়ি পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে বেড়াতে যায়। ওইদিন দুপুরের দিকে সে নানার বাড়ি থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে তার খালার বাসায় চলে যায়। কিন্তু বখাটে আসলাম খবর পেয়ে ওইদিন স্কুলছাত্রীর নানার বাড়ি কালিকাপুরে গিয়ে তাকে দেখতে না পেয়ে বাড়িতে এসে তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা পরিবারের নিকট জানতে চায়। তাকে বের না করে দিলে সবাইকে হত্যা করা হবে বলেও চিৎকার করতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের দোকানের সামনে সালিশ ডাকা হয়। সালিশ চলাকালে একপর্যায়ে বখাটে আসলাম ও তার ১০-১২ জন সহযোগী উত্তেজিত হয়ে ওই ছাত্রীর স্বজনদের এলোপাতাড়ি কোপাতে থাকে।
×