ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:১৯, ১৫ মার্চ ২০২০

নেত্রকোনায় বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মার্চ ॥ পূর্ব বিরোধের জের ধরে এক মনিহারি ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত ৮টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিপন মিয়া (৩৫)। তিনি ওই উপজেলার জল্লী গ্রামের মৃত সঞ্জু মিয়ার ছেলে। জানা গেছে, মনিহারি ব্যবসায়ী রিপন মিয়া এবং একই গ্রামের মন্নাফ ও তার পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাজঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন রিপন মিয়ার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বগুড়ার রিক্সাচালক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, শুক্রবার রাতে শাওন (২৮) নামে এক রিক্সাচালক খুন হয়েছে। শনিবার সকালে শহরের কামারগাড়ি রেলক্রসিং সংলগ্ন এলাকায় ঝোপের ভেতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলি উপজেলায়। শহরের কলোনি চকফরিদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। পুলিশের ধারণা, ব্যাটারিচালিত রিক্সার ব্যাটারি ছিনতাইয়ের সময় সে খুন হয়েছে। পুলিশ জানায়, শাওন শুক্রবার রাত ১১টার দিকে তার ভাইয়ের নিকট থেকে রিক্সা নিয়ে ভাড়ার জন্য শনিবার কলোনি থেকে বের হয়। তার ভাইও একজন রিক্সাচালক। এরপর সে বাড়ি ফিরেনি। শনিবার সকালে রেললাইনের পাশে ঝোপের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে লোকাজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লালমনিরহ#াটে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়ি বাজারের অদূরে হাজামজা পুকুর হতে আজ শনিবার দুপুর ২টায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৩) অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা চত্বরে নিয়ে গেছে।
×