ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদীকৃত্য দিবস পালন

প্রকাশিত: ০৯:০৬, ১৫ মার্চ ২০২০

নদীকৃত্য দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ মার্চ ॥ নওগাঁয় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে শনিবার সকালে ছোট যমুনা নদীতে ভাসমান নৌকায় দাঁড়িয়ে এ উপলক্ষে মানববন্ধন পালন করা হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের নেতা অধ্যাপক শরীফুল ইসলাম খান, এ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, বিন আলী পিন্টু, রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন- নদীর সঙ্গে জড়িয়ে আছে জীববৈচিত্র্য মানুষের জীবন যাপন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা। অথচ নদীগুলো রক্ষায় তেমন কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। দখলের কারণে উত্তরাঞ্চলের বেশির ভাগ নদীর স্বাভাবিক প্রবাহ হারিয়ে গেছে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে মাছ ও জলজ উদ্ভিদ। হুমকির মুখে পড়ছে নদী পারের মানুষ ও জীববৈচিত্র্য। কলকারখানার বর্জ্য ফেলায় নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৪ মার্চ ॥ ঝালকাঠিতে সমাজসেবা অধিদফতর ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫২ রোগীকে ২৬ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চিকিৎসা খাতে এ পর্যন্ত সরকার সমাজ সেবা বিভাগের আওতায় ৪২৪ রোগীকে ২ কোটি ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রতি রোগীকে ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। ঝালকাঠি জেলায় এ জাতীয় রোগীর সংখ্যা বেশি এবং প্রতিনিয়ত ডাক্তার রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই চিকিৎসা সেবা খাতে বছরে ১ কোটি টাকা দাবি করা হয়েছে। সংসদ সদস্য আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে সমাজ সেবার আওতাধীন শিশু পরিবারের অনুষ্ঠানে ৫২ রোগীর মধ্যে ৬২ লাখ টাকার চেক বিতরণ করেন।
×