ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ছয় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৯:০৫, ১৫ মার্চ ২০২০

সিরাজগঞ্জে ছয় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ছয়টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে প্রথমে বিকেল ৪টায় সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের ধীতপুর গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রী (১৩), বিকেল ৫টায় বাগবাটি ইউনিয়নের কানগাতী গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৬), সন্ধ্যা ৬ টায় বাগবাটি ইউনিয়নের বাগবাটি গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রী (১৪), রাত ৮টায় কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রী (১৩), রাত ৯ টায় শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৩) এবং রাত ১০টায় বাগবাটি ইউনিয়নের মালিগাতী গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রী (১৩) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন, সিরাজগঞ্জ সদর থানার এস আই আজিম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, নূরে এলাহী, সদর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ। সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ১৪ মার্চ ॥ সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাসায় চুলার সৃষ্ট আগুন থেকে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলেন আশরাফুল ইসলাম (৩৫) ও রুজিনা আক্তার (৩০)। জানা যায়, দগ্ধ দম্পতি কাঁচপুর সোনাপুর এলাকায় একতলা বাসায় বসবাস করেন। আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরী ও রুজিনা আদমজি গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করেন। ভোরে রুজিনা রান্না ঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথ রুমে যান। আর তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তখন হঠাৎ রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাসায় তারা দুজনই ছিল। চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরে ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
×