ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৯:০৩, ১৫ মার্চ ২০২০

সিলেটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট উপজেলার তামাবিল নলজুরি গ্রামে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম (৭০) নলজুরি গ্রামের মৃত দুলা মিয়া বেপারীর ছেলে। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিহত আব্দুর রহিম ও একই গ্রামের ইসমাইল আলী ও তার সহযোগীরা তুচ্ছ একটি বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইসমাইলের লোকজন আব্দুর রহিমের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রহিমকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ২টায় তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে নিহত আব্দুর রহিমের হত্যার প্রধান ব্যক্তি ইসমাইল ও তার স্ত্রী শারমিন বেগমকে পালিয়ে যাওয়ার সময় জাফলং চা বাগান থেকে গ্রেফতার করে পুলিশ। পটিয়ায় আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকার মরহুম নুরুল আমিনের ফেলে। রাস্তার বিরোধ নিয়ে এর আগের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে বাণীগ্রাম এলাকার মোঃ হাশেম ও হাবিবুর রহমানের পরিবারের মাঝে বাকবিতণ্ডা, মারামারির ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। হাতিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ১৪ মার্চ ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শনিবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়। জানা যায়, হাতিয়া অফিসার্স ক্লাবের নতুন ভবনের রঙের কাজ করার সময় দেলোয়ার হোসেন (৪৫) বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে রেহানিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে।
×