ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়ালেন গেটস

প্রকাশিত: ০৮:৫২, ১৫ মার্চ ২০২০

সরে দাঁড়ালেন গেটস

জনসেবামূলক কাজের জন্য মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ ছেড়েছেন এর সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। গেটস শুক্রবার জানিয়েছেন বিল এ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে তিনি বেশি করে সময় দিতে চান। এ কারণে তার এই সিদ্ধান্ত। ১৯৭৫ সালে তিনি পল এ্যালেনকে নিয়ে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। বিশ্বের শীর্ষ ধনী গেটস ২০০০ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সিইও ছিলেন। স্ত্রী মেলিন্ডাকে নিয়ে তিনি ওই বছর প্রতিষ্ঠা করেন বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান বিল এ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। -এপি নাওমির সতর্কতা ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সম্প্রতি লস এ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক সফর করেন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে তাকে একটু বেশিই সতর্ক মনে হয়েছে। তিনি প্লেনের সিট তিনি বিশেষভাবে পরিষ্কার করান। সফরকালে তিনি হাজমাট স্যুট (দেখতে নভোচারীর পোশাকের মতো) গ্লাভস ও গগলস। নিউইয়র্কে বিমানবন্দরে নেমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কাউকে হাসানোর জন্য আমি এ কাজ করিনি। বরং করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এটি করেছি।’-ইউএসএ টুডে
×