ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ত্র আমদানিতে শীর্ষে সৌদি, রফতানিতে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:৫১, ১৫ মার্চ ২০২০

অস্ত্র আমদানিতে শীর্ষে সৌদি, রফতানিতে যুক্তরাষ্ট্র

বিশ্বে অস্ত্রের ব্যবসা এখন সবচেয়ে চাঙ্গা অবস্থায়। অস্ত্রের চাহিদা বেড়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ায়। তাইতো বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দশ দেশের আটটিই এই দুই অঞ্চলের। এদিকে রফতানিতে বরাবরের মতো শীর্ষে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানটি রাশিয়ার। তারপরই আছে ফ্রান্স, জার্মানি ও চীনের মতো দেশগুলো। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ সময়ে বিশ্বে যে অস্ত্র বাণিজ্য হয়েছে ২০১০ থেকে ২০১৪ সালের চেয়ে তা ৫ দশমিক ৫ শতাংশ বেশি এবং ২০০৫-২০০৯ সময়ের তুলনায় তা ২০ শতাংশ বেশি। সেই হিসাবে স্থায়ুযুদ্ধ-পরবর্তী বিশ্বে অস্ত্রের ব্যবসা সবচেয়ে রমরমা ছিল গত পাঁচ বছর। ২০১৫-১৯ এই পাঁচ বছরের সৌদি আরব ও ভারতের পর সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে যথাক্রমে মিসর, অস্ট্রেলিয়া ও চীন। এদিকে একই সময়ে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর রয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি ও চীন। পরের পাঁচ দেশ হলোÑ যুক্তরাজ্য, স্পেন, ইসরায়েল, ইতালি এবং দক্ষিণ কোরিয়া। এদিকে অস্ত্র আমদানিতে ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা দেশগুলো হলো আলজেরিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কাতার। এছাড়া শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশের তালিকার এগারোতম স্থানটি পাকিস্তানের। -এএফপি
×