ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা পরীক্ষা করাবেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৫০, ১৫ মার্চ ২০২০

করোনা পরীক্ষা করাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের মেডিক্যাল পরীক্ষা করাতে চান। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। ৭৩ বছর বয়সী ট্রাম্প প্রথমে করোনা টেস্টের বিপক্ষে থাকলেও পরে মেডিক্যাল পরীক্ষা করার পক্ষে সম্মতি জানিয়েছেন। করোনার কোন ধরনের লক্ষণ ছাড়া টেস্ট করা উচিত নয় বলে মনে করেন তিনি। তবে এক পর্যায়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে করোনার টেস্ট করাতে তিনি রাজি হন। নিজের মনের সান্ত¡নার জন্য খুব শীঘ্রই সময় বের করে করোনা টেস্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে ছিলেন এমন কোন কারণে তিনি টেস্ট করাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও তার একজন সহকারীর সঙ্গে সাক্ষাত করেন ট্রাম্প।-ইউএসএ টুডে মিসরে বজ্রঝড় ও বন্যায় ৫ জনের প্রাণহানি বজ্রঝড়ের ফলে সৃষ্ট ভারি বৃষ্টিপাতের ফলে মিসরের অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যা ও বিদ্যুতস্পৃষ্টে ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্তৃপক্ষ অনেক স্কুল, সরকারী কার্যালয় ও একটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। আল-জাজিরা। রাস্তাঘাট পরিষ্কার রাখতে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়, স্কুল ও সরকারী কার্যালয় বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা লোকজনকে বাড়িতে থাকতে এবং গাছের পাশে ও নিচু এলাকায় জড়ো না হতে আহ্বান জানিয়েছেন। বন্যার ফলে এসব এলাকা বিপজ্জনক হয়ে উঠবে। ভূমধ্যসাগর থেকে সৃষ্ট ঝড় ধেয়ে আসায় বুধবার মিসরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ লোকজনের উদ্দেশে সতর্ক বার্তা ইস্যু করে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ লুক্সর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়। এছাড়াও ভূমধ্যসাগর তীরবর্তী আলেক্সান্দ্রিয়া বন্দর এবং লোহিত সাগর তীরবর্তী শারম আল-শেখ বন্দরও বন্ধ করে দেয়া হয়। সুয়েজ খালের পশ্চিম তীরে অবস্থিত ইসমাইলিয়া শহরে ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
×