ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন এক বছর পেছাল

প্রকাশিত: ০৮:৫০, ১৫ মার্চ ২০২০

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন এক বছর পেছাল

যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনসহ সব ধরনের স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন করোনাভাইরাসের কারণে নির্বাচন দেরিতে হতে পারে এ ঘোষণা দেয়। এরপর সরকারে পক্ষ থেকে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়া হয়। নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী সরঞ্জাম পৌঁছতে দিন দিন ঝুঁকি বাড়ছে। এর ফলে শুক্রবার সরকারের পক্ষ থেকে নির্বাচন এক বছরের জন্য নির্বাচন স্থগিত করার ঘোষণা দেয়া হলো। করোনাভাইরাসে যুক্তরাজ্যে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার পাঁচ দিনের মধ্যে সেখানকার একটি হাসপাতালে মোয়াজ্জেম হোসেন (৬০) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়। যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯৮ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন নাদাইন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নাদাইন ডরিসকে শনাক্ত করা হয়েছে। ব্রিটেনে তিনিই প্রথম এমপি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। স্টাফদের বাসায় থেকে কাজ করতে বলেছে জাতিসংঘ নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরের যে সকল স্টাফের উপস্থিত থাকা একেবারে অত্যাবশকীয় নয় তাদের কমপক্ষে তিন সপ্তাহ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জাতিসংঘ এমন ঘোষণা দেয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘ সদরদফতরে আমাদের সরাসরি উপস্থিতি কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’ বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে স্টাফদের উদ্দেশে দেয়া এক পৃথক বার্তায় তিনি বলেন, ‘আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখার বিষয়টি আমি সর্বোচ্চভাবে গুরুত্ব দিচ্ছি। আমার চাওয়া আপনারা নিরাপদ ও সুস্থ থাকুন।’ এ সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষায় ফিলিপাইনের এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছে। -এএফপি
×