ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীরা করোনা চিকিৎসা করতে পারবে

প্রকাশিত: ০৮:৪৮, ১৫ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীরা করোনা চিকিৎসা করতে পারবে

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসন প্রত্যাশীরা এখন থেকে কোন রকম সংশয় ও দ্বিধা না রেখেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নতুন আইনে দেশটিতে গ্রিন কার্ড পেতে অযোগ্য ব্যক্তিরাও করোনাভাইরাসমুক্ত থাকতে যথাযথ চিকিৎসা সেবা নিতে পারবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ জানিয়েছে, নতুন আইনে শুক্রবারের পর অভিবাসন প্রত্যাশীদের যে কেউ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন এবং আক্রান্তদের সারিয়ে তোলার জন্য রাষ্ট্র সেবা দিতে বাধ্য থাকবে। তবে এই আইনের আওতায় অভিবাসন প্রত্যাশীদের স্বাস্থ্যসেবা নিতে আর কোন বাধা থাকবে না। সংস্থাটি জানিয়েছে, অনেক অভিবাসন প্রত্যাশী করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে চিকিৎসা সেবা গ্রহণ করতে ভয় পায়। তবে যুক্তরাষ্ট্রে তাদের স্থায়ীকরণের জন্য এই ভাইরাস সংক্রান্ত কোন পরীক্ষা, চিকিৎসা বা প্রতিরোধমূলক সেবা গ্রহণ বিবেচিত হবে না। এতে আরও বলা হয়, যারা বৈধভাবে কোন কাজ করতে পারছেন না, অথবা বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না, তারা মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে সেবা নিতে পারবেন। আর তাদের জন্য রয়েছে পরবর্তীতে বিচেনার জায়গা। অর্থাৎ এই সব অভিবাসন প্রত্যাশী দেশটিতে নাগরিকত্ব পেতে একধাপ এগিয়ে থাকবেন। করোনা উপেক্ষা করে নিউইয়র্কে স্কুল খোলা ॥ নিউইয়র্ক সিটির মেয়র শুক্রবার বলেছেন, দেশের বৃহত্তম সরকারী স্কুল ব্যবস্থা করোনাভাইরাস সঙ্কটে খোলা থাকছে। কারণ তাদের অন্যত্র যাওয়ার সুযোগ নেই। তিনি স্কুলগুলো বন্ধ রাখার ক্রমবর্ধমান চাপের প্রতি চ্যালেঞ্জ রেখে ১১ লাখের বেশি শিক্ষার্থীকে অনভিপ্রেত পরিণামে ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পেনসিলভানিয়া থেকে অরিগন পর্যন্ত শহর ও রাজ্যগুলোর ক্রমবর্ধমান তালিকার মধ্যে বিগ এ্যাপল মেয়র বিলডি ক্ল্যাসিওয়ের সিদ্ধান্তের বাইরে থাকছে। -এপি
×