ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ

প্রকাশিত: ১১:৪৩, ১৪ মার্চ ২০২০

সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। শুক্রবার টোকিওর বাংলাদেশ দূতাবাস এক জরুরী বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়। খবর বাংলানিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানে বসবাসরত বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জাপান সরকার বড় আকারের (১০০ জনের বেশি) সমাবেশ না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে। জাপান সরকারের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সবাইকে বড় আকারের সভা-সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে। মোবাইল ব্যাংকিং জালিয়াতির হোতা গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ মোবাইলের মাধ্যমে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এজেন্টদের নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে গ্রাহকদের মোবাইল নম্বর সংগ্রহ করত প্রতারক চক্র। এরপর মোবাইল ব্যাংকিং অফিসের নম্বর ক্লোন করে গ্রাহককে ফোন দিয়ে তার টাকা হাতিয়ে নিতো চক্রটি। এ রকমই মোবাইল ব্যাংকিংয়ের জালিয়াতি চক্রের হোতা মোঃ সোহেল আহমেদকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রকিবুল হাসান এসব তথ্য জানান।র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বর ১৯ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিম কার্ড ও মাল্টি সিম গেটওয়ে ডিভাইসসহ মোবাইল জব্দ করা হয়।
×