ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১১:৪২, ১৪ মার্চ ২০২০

‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার অবিসংবাদিত নেতা, তথা বাংলার প্রাণপুরুষ। সারাজীবন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপোসহীন ছিলেন তিনি। নিজের জীবন বাজি রেখে ফাঁসির কাষ্ঠের সামনে গিয়েও তিনি মাথা নত করেননি। বঙ্গবন্ধু কোন ব্যক্তির নাম নয়, বরং বাংলাদেশের অপর নাম। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষ সকল মানুষকে ভালবেসে গেছেন তিনি। শুল্ডবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে রাজধানীতে চার্চ অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। চার্চ অব বাংলাদেশের প্রধান, মডারেটর বিশপ সামুয়েল এস মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিশপ সৌরভ ফলিয়া, বিশপ হেমেন হালদার, ফাদার পেট্রিক গমেজ প্রমুখ। চার্চ অব বাংলাদেশ-এর ৩২ পুরোহিত এবং চার্চ নেতৃবৃন্দসহ কয়েক শ’ খ্রীস্টভক্ত উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানটি শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে বলা হয় ক্যারিশমেটিক লিডার। তার মধ্যে ছিল অসাধারণ এক সম্মোহনী শক্তি, যা দিয়ে তিনি সব মানুষের মন জয় করতে পারতেন। শেখ মুজিবুর রহমান ছিলেন শক্তিশালী, সাহসী, আকর্ষণীয়, নির্লোভ এবং স্বদেশপ্রেমের এক অনন্য ব্যক্তিত্ব। তার মাধ্যমে বাংলার আপামর জনগণ অনুপ্রাণিত হয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জন করে আজকের স্বাধীনতা।
×