ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোজা ও ঈদে জালনোটের বিস্তার রোধে তৎপরতা শুরুর নির্দেশ

প্রকাশিত: ১১:৪১, ১৪ মার্চ ২০২০

রোজা ও ঈদে জালনোটের বিস্তার রোধে তৎপরতা শুরুর নির্দেশ

গাফফার খান চৌধুরী ॥ রোজা ও ঈদকে সামনে রেখে জালমুদ্রার বিস্তার ঠেকাতে আগাম তৎপরতা শুরুর নির্দেশনা জারি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। জালমুদ্রারোধে বাংলাদেশের সঙ্গে ভারতের নিয়মিত তথ্য আদান-প্রদান হচ্ছে। সে মোতাবেক দুই দেশেই অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যেই বাংলাদেশে বড় দুটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গ্রেফতার হয়েছে নয় জন। যার মধ্যে একজন বিশ্বের প্রভাবশালী আটটি দেশে ভাল চাকরি করে এসেছে। উচ্চশিক্ষিত ওই যুবক কেন দেশে ফিরে সব ধরনের জালমুদ্রা তৈরি না করে শুধু জালরুপী তৈরি করছিল তার গভীর তদন্ত চলছে। জালমুদ্রার বিস্তার ঠেকাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা জারি করা হয়েছে। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো জালমুদ্রারোধে আগাগোড়াই তৎপর। এবার রোজা শুরুর অনেক আগেই জালমুদ্রার বিস্তার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের জাল ও অচল নোট প্রতিরোধ ও পর্যালোচনা কোষ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, রোজা, ঈদ বা বড় উৎসব এলেই জালনোট কারবারিদের তৎপরতা বেড়ে যায়। সামনে রোজা ও ঈদ আছে। স্বাভাবিক কারণেই এ উপলক্ষে বাড়তি টাকার লেনদেন হবে। এমন সুযোগটিকে কাজে লাগাতে পারে জালমুদ্রার কারবারিরা। এজন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন প্রয়োজনে আগাম অভিযান শুরু করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক জালমুদ্রার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক বরাবর নির্দেশনা জারি করেছে। নিদের্শনায় ৫৬টি বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র প্রতিটি ব্যাংকের শাখায় ও রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা এ ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। ঢাকাসহ সারাদেশের অন্তত ৫৬ গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ব্যাংককে এ ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল জনকণ্ঠকে জানান, তারা জালমুদ্রার বিস্তার ঠেকাতে কাজ করছেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখছেন। তিনি আরও জানান, ২০১৫ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন। সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ১৪ নম্বর চুক্তিটি হয় মাদক চোরাচালান ও জালমুদ্রা নিয়ন্ত্রণের বিষয়ে। ওই চুক্তি হওয়ার পর থেকেই দুই দেশেই জালমুদ্রার কারবারিদের ধরতে পারস্পরিক যোগাযোগ ও কম্বিং অপারেশন চলমান আছে। এ সংক্রান্ত তথ্য দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নিয়মিত আদান প্রদান হচ্ছে।
×