ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাপড় কাচার সাবান বেশি কার্যকর ॥ আইইডিসিআর

প্রকাশিত: ১১:১৪, ১৪ মার্চ ২০২০

কাপড় কাচার সাবান বেশি কার্যকর ॥ আইইডিসিআর

জনকণ্ঠ ডেস্ক ॥ নোভেল করোনাভাইরাস থেকে সুরক্ষায় সাবান-পানি দিয়ে ঠিকমতো হাত ধোয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর। শুক্রবার এক তথ্য বিবরণীতে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরা হয়েছে। এই ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ক্ষেত্রে সুগন্ধি সাবানের চেয়ে কাপড় কাচার সাবান বেশি কার্যকর বলে জানানো হয়েছে। খবর বিডিনিউজের। এ বিষয়ে আইইডিসিআর’র পরামর্শগুলো হল- নিয়মিত জীবাণুনাশক বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, যে কোন ধরনের সাবান বিশেষ করে কাপড় কাচার সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত কার্যকর, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং কেউ চাইলে হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করতে পারেন, তবে সাবান পানিই যথেষ্ট।
×