ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় করণীয়

প্রকাশিত: ১১:১৩, ১৪ মার্চ ২০২০

করোনায় করণীয়

* নিয়মিত জীবাণুনাশক, সাবান বা হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুতে হবে * হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে * সুগন্ধি সাবানের চেয়ে কাপড় কাচার সাবান দিয়ে হাত ধোয়া বেশি কার্যকর * কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে * হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত ধোয়া যেতে পারে * হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখতে হবে * হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করতে হবে এবং ব্যবহার শেষে তা পুড়িয়ে ফেলতে হবে * ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থেকে সতর্ক থাকতে হবে * মাংস, ডিম খুব ভালভাবে সিদ্ধ করতে হবে * বন্যপ্রাণী বা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ করা যাবে না * মুখে মাস্ক ব্যবহার করতে হবে * পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে * কাঁচা খেজুরের রস খাওয়া হতে বিরত থাকতে হবে * স্টেশন কম্পাউন্ড, টয়লেট বাথরুম, ড্রেন ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে * প্রয়োজন ছাড়া যে কোন জনসমাগম এড়িয়ে চলতে হবে * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে * প্রবাসী আত্মীয়স্বজনকে জরুরী প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে * জরুরী প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে * অসুস্থ হলে ঘরে থাকতে হবে, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে।-স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর
×