ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা থেকে সুরক্ষায় মসজিদে মসজিদে দোয়া

প্রকাশিত: ১১:১০, ১৪ মার্চ ২০২০

করোনা থেকে সুরক্ষায় মসজিদে মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে সুরক্ষা পেতে সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনায় শুক্রবার জুমার নামাজে মসজিদে মসজিদে মোনাজাত করা হয়েছে। এছাড়া জুমার নামাজের খুতবায়ও ধর্মপ্রাণ মুসল্লিদের করেনাভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এতে ভাইরাস আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা এবং করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষা করতে ক্ষমা প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বৃহস্পতিবারই করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে জুমার খুতবায় প্রাণ মুসল্লিদের সতর্ক করার আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় চীন, ইতালি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে ৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়। এই অনুরোধের প্রেক্ষাপটে দেশের প্রায় মসজিদেই করোনাভাইরাস নিয়ে আলোচনা ও মুসল্লিদের এই ভাইরাস প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয় জুমার নামাজে। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা হয়। করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মহিবুল্লাহিল বাকী নদভী জুমার খুতবায় করোনাভাইরাস বিষয়ে দিকনির্দেশনা দেন এবং নামাজ শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাতে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশনের পূর্ব নির্দেশনা মোতাবেক আজ দেশের প্রতিটি মসজিদেও জুমার খুতবায় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেয়া হয় এবং বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এতে করোনাভাইরাস যাতে বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে নামাজের পর দোয়া ও মোনাজাতে সেই কামনা করা হয়। মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
×