ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে শতাধিক নারীর জীবিকা

প্রকাশিত: ০৯:৪১, ১৪ মার্চ ২০২০

ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে শতাধিক নারীর জীবিকা

মাগুরায় ভার্মি কম্পোজ সার কারখানা তৈরি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক নারী। নতুনভাবে বাঁচার পথ পেয়েছে তারা। ফলে গড়ে উঠেছে নতুন নতুন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির কারখানা। যা প্রকৃতির জন্য খুবই উপকারী। রাসায়নিক সার থেকে কেঁচোসার বেশি কাজ করে। মাটির জন্য স্বাস্থ্য সন্মত এই সার বিক্রি করে শতাধিক মহিলার কর্মসংস্থান হয়েছে। জেলার জনপ্রিয় হয়ে উঠেছে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার। জমিতে এই সার ব্যবহার করে কৃষক সুফল পাচ্ছেন। জেলার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৫০টি ভার্মি কম্পোস্ট সার কারখানা গড়ে উঠেছে। আর এটা করছেন গ্রামীণ নারীরা। তারা জানান, ১০টি সিমেন্টের রিং দিয়ে একটি ভার্মি কম্পোস্ট সার কারখানা তৈরি করলে ১৫ দিন পর পর ৫ মন সার পাওয়া যায়। একজন মাসে ৪/৫ হাজার টাকা আয় করতে পারেন। যা তাদের স্বাবলম্বী করছে। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×