ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিল্পকলা একাডেমির পদক প্রদান

প্রকাশিত: ০৯:২৪, ১৪ মার্চ ২০২০

নেত্রকোনায় শিল্পকলা একাডেমির পদক প্রদান

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ সংস্কৃতির নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নেত্রকোনার পাঁচ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি পদক দেয়া হয়েছে। পদক প্রাপ্তরা হলেন- লোকসঙ্গীত শিল্পী ঝরনা ধর, কণ্ঠশিল্পী অসিত ঘোষ, নাট্যশিল্পী এটিএমএ রাজ্জাক, তবলা বাদক লিটন ধরগুপ্ত ও যাত্রাপালাকার শফিকুল ইসলাম। রবিবার রাতে জেলা সদরের পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক, সনদ ও অর্থমূল্য তুলে দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ননীগোপাল সরকার ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিন্ময় তালুকদার।
×