ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত আর্তেতা

প্রকাশিত: ০৯:২২, ১৪ মার্চ ২০২০

করোনায় আক্রান্ত আর্তেতা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। স্থগিত হয়ে গেছে ব্রাইটন এ্যান্ড হোভ এ্যালবিওনের বিপক্ষে আর্সেনালের আজকের ম্যাচ। আর্সেনালের অনুশীলন মাঠও বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সম্প্রতি আর্তেতার সংস্পর্শে আসা ক্লাবটির স্টাফরাও স্বেচ্ছায় আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুস্থ হয়ে কাজে ফিরতে চান ২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নেয়া ৩৭ বছর বয়সী আর্তেতা। তারা জানায়, ‘এটা সত্যিই হতাশাজনক। শারীরিকভাবে খারাপ অনুভব করায় আমি পরীক্ষা করিয়েছিলাম। ক্লাব আমাকে যখন অনুমতি দেবে তখন থেকেই আবার কাজে ফিরব।’ আর্সেনাল ধারণা করছে ‘পুরো স্কোয়াড’সহ ‘উল্লেখযোগ্য সংখ্যক লোক’ স্বেচ্ছায় আইসোলেশনে থাকবেন। আর্তেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিতের পরপরই ব্রাইটন এক বিবৃতিতে আর্সেনালের বিপক্ষে তাদের প্রিমিয়ার লীগের ম্যাচ স্থগিত করার কথা জানায়। ফার্নান্দিনহোর জরিমানা স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের ফার্নান্দিনহোকে তিন মিলয়ন ইউয়ান (৪৩০,০০০ মার্কিন ডলার) জরিমানা করেছে তার ক্লাব চাইনিজ চ্যাম্পিয়ন গুয়াংঝু এভারগ্রান্ড। মূলত ক্লাবের নিয়ম লংঘনের অভিযোগেই তাকে শুক্রবার এই জরিমানা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে গুয়াংঝু জানায়, দুবাইয়ে মৌসুমপূর্ব অনুশীলনের সময় প্রধান কোচের নির্দেশনা অমান্য করেছেন ফার্নান্দিনহো। চাইনিজ সুপার লীগের ইতিহাসে সবচেয়ে সফলতম এবং দুইবারের এশীয় চ্যাম্পিয়ন গুয়াংঝু এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
×