ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর বাতিল, পনেরদিন পেছাল আইপিএল, দর্শকশূন্য গ্যালারিতে দুই সিরিজ

বিশ্ব ক্রিকেটে করোনার হানা

প্রকাশিত: ০৯:১৯, ১৪ মার্চ ২০২০

বিশ্ব ক্রিকেটে করোনার হানা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। ক্রিকেটেও পড়েছে তার কালো ছায়া। ইতোমধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা দর্শকশূন্য গালারিতে অনুষ্ঠিত হয়েছে। শেষ দুটি ম্যাচও একই পরিণতিবরণ করতে যাচ্ছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে করোনা সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজে। শুক্রবার শেষ মুহূর্তে শ্রীলঙ্কা সফর বাতিল করেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর বিশ্বক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ঘরোয়া টি২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ১৫ দিন পিছিয়ে দেয়া হয়েছে। আর চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং পাকিস্তান সুপার লীগের (পিএসএল) বাকি ম্যাচগুলো দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। শ্রীলঙ্কা সফর বাতিল করল ইংল্যান্ড ॥ ইংল্যান্ড ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফর করছে। সেখানে ইতোমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে জো রুটের দল। গলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল দুই টেস্টের সিরিজ। সেটি আপাতত বাতিল হয়ে গেছে। শুক্রবার এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘করোনাভাইরাস পরিস্থিতি যেহেতু বিশ্বজুড়ে খারাপ হচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে কথা বলে আমরা আমাদের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি, ফলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ স্থগিত থাকবে।’ ইংল্যান্ড বোর্ডের বক্তব্য, ‘এই মুহূর্তে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট-স্টাফের শারীরিক ও মানসিক স্বাস্থ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাদের এখন পরিবারের কাছে ফিরিয়ে নিতে চাই। এটি অভূতপূর্ব এক অবস্থা এবং এসব সিদ্ধান্ত ক্রিকেটের নাগালের বাইরে। শ্রীলঙ্কা ক্রিকেটে আমাদের সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই এই পরিস্থিতিতে তাদের অসাধারণ সমর্থনের জন্য। পরিস্থিতি পরিবর্তন হলে শীঘ্রই হয়তো এই গুরুত্বপূর্ণ সিরিজের জন্য শ্রীলঙ্কায় ফিরে আসতে চাই।’ পনেরদিন পিছিয়ে গেল আইপিএল ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) স্থগিতের ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২৯ মার্চ এ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার নয়াদিল্লীতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহ এবং আইপিএলের শীর্ষ ম্যানেজমেন্ট সভা শেষে ১৩তম আইপিএল ১৫ এপ্রিল থেকে শুরুর সিদ্ধান্তের কথা জানায়। ‘হ্যাঁ, টুর্নামেন্টের শুরুটা স্থগিত করার অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা শুরু হবে ১৫ এপ্রিল থেকে। এ খবর বিসিসিআই জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে’ সংবাদমাধ্যমকে বলেছেন বিসিসিআইর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা। করোনার প্রভাব ঠেকাতে ভারত সরকার বিদেশীদের কূটনৈতিক ও কাজের ভিসা আপাতত বাতিল করায় আইপিএলে ভিনদেশী ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার ফলে এই সিদ্ধান্ত নেয়া হলো। বৃহস্পতিবার জানানো হয় রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা নিয়ে আপত্তি না থাকলেও বিদেশী ক্রিকেটারদের ছাড়া আইপিএল আয়োজনের বিরোধিতা করে ফ্র্যাঞ্চাইজিগুলো। দর্শকশূন্য গ্যালারিতে গুরুত্বপূর্ণ দুটি সিরিজ ॥ ইতোমধ্যে দুটি আন্তর্জাতিক সিরিজ শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। সিরিজ বাতিল না হলেও করোনা-আতঙ্কে বাকি দুটি ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত সরকারের এই বার্তা ইতোমধ্যে বিসিসিআইকে জানিয়ে দেয়া হয়েছে। বিসিসিআই আজ আনুষ্ঠানিকভাবে দর্শকদের গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ করে টিকেটের টাকা ফেরত দেয়ার ঘোষণা দিতে পারে। রবিবার লক্ষেèৗয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে, কলকাতায় শেষ ম্যাচ বুধবার। ওদিকে সিডনিতে শুক্রবার দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ১৫ ও ২০ তারিখ সিডনি ও হোবার্টে শেষ দুটি ম্যাচও দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে। দর্শকশূন্য গ্যালারিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের এমন উদাহরণ সত্যি বিরল। করোনা-আতঙ্কে যেটি দেখল বিশ্ব ক্রিকেট। করাচী ও লাহোরে চলতি পিএসএলের লীগপর্বের শেষ চার ম্যাচ, কোয়ালিফায়ার ও ফাইনাল দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হবে। কদিন আগে সিডনিতে রেকর্ড ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে নারী টি২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে আসা এক দর্শক করোনায় আক্রান্ত বলে অস্ট্রেলিয়া প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। আর কোয়ারেন্টাইনে থাকা জাতীয় দলের পেসার কেন রিচার্ডসনের পরীক্ষার পর জানানো হয়েছে তিনি করেনায় আক্রান্ত নন।
×